'Breaking News' এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে আবারও দুশ্চিন্তায় শিক্ষার্থীরা | SSC–HSC Exam Fact
'Breaking News' এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে আবারও দুশ্চিন্তায় শিক্ষার্থীরা | SSC–HSC Exam Fact
এবারে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেবে। সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে পরিক্ষায়।
আরো পড়ুনঃ
স্থগিত চলমান এসএসসি পরিক্ষা। এসএসসি—এইচএসছি পরিক্ষা হবে 'নতুন রুটিনে'
বিশ্বব্যাপী করোনার প্রভাবে গত দুই বছর সঠিকসময়ে অনুষ্ঠিত হয়নি এসএসসি ও এইচএসসি পরীক্ষা। ফলে কলেজের শিক্ষাবর্ষ শুরু হচ্ছে দেরিতে। চলতি বছর থেকেই শিক্ষা বোর্ডের প্রচেষ্টা ছিল এই পাবলিক পরীক্ষা দুটি ধাপে ধাপে এগিয়ে এনে পিছিয়ে পড়া থেকে মূল শিক্ষাবর্ষে ফিরে আসা। কিন্তু উদ্যোগের প্রথম বছরেই বন্যায় আরো একবার ধাক্কা দিয়ে পিছিয়ে দিলো পরিক্ষার। এতে ঈদের আগে এসএসসি পরীক্ষা শুরু করার সম্ভাবনা ছিলো তা এখন আরো অনিশ্চিত হয়ে পড়ছে।
Ssc-Hsc Exam Fact |
এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হলো। ইতোমধ্যে বন্যার প্রভাব শুধু সিলেট বিভাগেই নয় বরং অন্যান্য জেলাতেও পানি বেড়ে চরমদুর্ভোগে পড়েছে মানুষ। তাই ধারণা করা হচ্ছে বন্যার পানি কমে গেলেও এর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় প্রয়োজন এবং ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম স্বাভাবিক হতে আরো বেশ সময় লাগতে পারে। কোরবানি ঈদের আগে পরিক্ষা নেওয়ার কথা থাকলেও তা স্থগিত হওয়া গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এসএসসির আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ দিকে সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতি হলে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা কোরবানির ঈদের আগেই নেয়া যায় কি না সে বিষয়ে একটি সম্ভাবনার কথা জানিয়েছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। কিন্তু গত দু’দিনের বন্যা পরিস্থিতির সার্বিক বিবেচনায় দেখা গেছে সিলেটের কিছু এলাকায় বন্যার পানি কমলেও দেশের উত্তর ও মধ্য অঞ্চলে বন্যার পানি হু হু করে বাড়ছে। ফলে দুটি পাবলিক পরীক্ষায় অংশ নেয়ার জন্য অপেক্ষায় থাকা ৩৫ লাখের মতো পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যেও দুশ্চিন্তা কমছে না।
শিক্ষাবোর্ড বলছে, স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা ঈদের আগে শুরু করার বিষয়ের সিদ্ধান্ত এখন কম।কারন, একবার কোনো পরীক্ষা স্থগিত বা বাতিল করা হলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বাধা বা টানা পড়ে যায়। কাজেই নতুন করে পরীক্ষার রুটিন দিয়ে পরীক্ষা নেয়া হলেও সে ক্ষেত্রে কমপক্ষে ১৫ দিন সময় দিয়ে রুটিন প্রকাশ করতে হয়। সেই ক্ষেত্রে ঈদের আগে রুটিন প্রকাশ করলে ও পরিক্ষা হচ্ছে না।
এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর কমপক্ষে দুই মাস সময় লাগে এইচএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি নেয়ার জন্য। যদিও আগের নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী আগস্ট মাসে ২২ তারিখ এইচএসসি পরীক্ষা আয়োজনের তারিখ ছিল। কিন্তু এখন আর সেই তারিখও ঠিক রাখা যাবে না।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় পুনঃনির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।দেশের বন্যা পরিস্থিতির কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়ও বাড়িয়েছে ঢাকা শিক্ষাবোর্ড।
আগামী ২২ জুন পর্যন্ত অনলাইনে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেয়া হয়। কিন্তু দেশের বন্যা পরিস্থিতির কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়ও বাড়িয়েছে ঢাকা শিক্ষাবোর্ড।নতুন তারিখ অনুযায়ী আগামী ৬ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের ফরম পূরণ করা যাবে। আর ৭ জুলাই পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেয়ার সময় বেধে দেয়া হয়েছে।
এই চলতি বছরে এইচএসসি পরীক্ষা ২২ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিলো।কিন্তু বন্যা আর সময় পরিবর্তন হওয়ার কারনে এখন সেখানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসএসসি পরীক্ষা স্থগিতের পর স্বাভাবিকভাবেই এইচএসসি পরীক্ষাও এখন আর আগের নির্ধারিত সময়ে আয়োজনের কোনো সুযোগ নেই বলে ধারণা করা হয়। ফলে উপরোক্ত কারণেই এইচএসসি পরীক্ষাও পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড।
এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে তিনি বলেন, একটি পরীক্ষার সঙ্গে আরেকটি সম্পৃক্ত। এ কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এইচএসসিও পিছিয়ে যাবে। সে কারণে আগামী বছরের এ দুই পরীক্ষা ফেব্রুয়ারি ও এপ্রিলে নেয়া সম্ভব হবে না।
ট্যাগঃ
#ssc#hsc#exam#date
#ssc_exam_date_update
#hsc_exam_date
#ssc_hsc_exam
#hscsscexamfact
#এসএসসি #এইচএসসি #এসএসসি_এইচএসসি_পরিক্ষা #নতুন_রুটিনে_এসএসসি_পরিক্ষা
#ssc_exam #hsc_exam