স্থগিত চলমান এসএসসি পরিক্ষা | এসএসসি—এইচএসছি পরিক্ষা হবে 'নতুন রুটিনে'
স্থগিত চলমান এসএসসি পরিক্ষা | এসএসসি—এইচএসছি পরিক্ষা হবে 'নতুন রুটিনে'
২০ লক্ষেরও অধিক এসএসসি পরিক্ষার্থী চিন্তিত হয়ে আছে তাদের পরিক্ষা কবে অনুষ্ঠিত হবে।কারণ,চলতি মাসের ১৯ তারিখ ২০২২ SSC ও সমমানের পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।কিন্তু দেশের বন্যা পরিস্থিতি সিলেট,সুনামগঞ্জ এবং অনান্য জায়গায় বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় পরিক্ষা পিছানো হয়েছে। সবার মনে এখন একটাই প্রশ্ন এসএসসি পরিক্ষা কবে হবে?
বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চলমান SSC পরিক্ষা স্থগিত হয়।তবে HSC পরিক্ষা ও পিছিয়ে ও পড়তে পারে।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে জানিয়েছেন,কি কারনে পরিক্ষা স্থগিত হয়েছে? কবে আবার SSC পরিক্ষা অনুষ্ঠিত হবে।
বন্যার কারনে এসএসসি ও সমমানের পরিক্ষা স্থগিত করা হয়েছে। এসএসসি পরিক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে বললে অধ্যাপক তপন কুমার সরকার বলেন,বন্যা পরিস্থিতি যদি উন্নতির দিখে আসে তবে পরিক্ষা হবে।
আশার আলো,বন্যা পরিস্থিতি ভালো হলে নতুন রুটিন মাখিক এসএসসি ও সমমানের পরিক্ষা অনুষ্ঠিত হবে এক সূত্রে জানাগেছে।
SSC ও সমমানের পরিক্ষা শেষ হওয়ার এক থেকে দুই মাস পরেই এইচএসসি পরিক্ষা শুরু করার কথা ভাবছে শিক্ষা বোর্ড।আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির একাধিক সদস্য সংবাদমাধ্যমকে বলেছেন,চলমান বন্যা পরিস্থিতির কারণে এসএসসি পরিক্ষা স্থগিত হয়,বন্যা পরিস্থিতি ভালো হলে নতুন রুটিনে পরিক্ষা হবে তবে,রুটিনের সবই ঠিক থাকবে,শুধু সময় পরিবর্তন হতে পারে।পরিক্ষার্থীদের নতুন রুটিনের অভিজ্ঞতার জন্য ৭—১৫ দিন তাদের প্রস্তুতি জন্য সময় দেওয়া হবে।
বোর্ড আরো জানায়,এসএসসি পরিক্ষার পরে দুই মাস পরে এইচএসসি পরীক্ষা হয় কিন্তু এবার জুনের পরিবর্তনে জুলাইয়ে পরিক্ষা হতে পারে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ সম্মেলনে বলেন,
বন্যা পরিস্থিতি ভালো হলে ঈদের আগেই কয়েকটা পরিক্ষা হতে পারে। তবে বন্যার কারনে অনেক স্কুল প্রতিষ্ঠান পানিতে ডুবে আছে। পরিক্ষা হবে এবং তা নির্ভর করে পানি কমে কিনা এর উপর।
বিলম্বিত পরীক্ষায় বিষয় কমানো বিষয়ে বললে তিনি বলেন,
সেই ক্ষেত্রে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি তবে পরিক্ষার সময় বদলাতে পারে।
চলতি ১৯ জুন সারা দেশে পরিক্ষা হওয়ার কথা ছিলো কিন্তু দেশের বন্যার করনে ১৭ জুন পরিক্ষা বন্ধ করার সিদ্ধান্ত হয়।
ট্যাগঃ
#এসএসসি #এইচএসসি #এসএসসি_এইচএসসি_পরিক্ষা #নতুন_রুটিনে_এসএসসি_পরিক্ষা #ssc_exam #hsc_exam