জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম |জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

 জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম |জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম |জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড


ঘরে বসে আপনার হাতের স্মার্টফোন দিয়েই আপনার সন্তানের জন্ম নিবন্ধন সনদ আবেদন করতে পারেন। 


কিছু সহজ ধাপ এবং ইনফরমেশন দিয়ে আপনার আবেদন ফরম পুরন করে 

জন্ম নিবন্ধন সনদ এর মুদ্রিত কপি  সংগ্রহ করতে পারবেন।


জন্ম নিবন্ধন অনলাইন আবেদন 2022


আরো পড়ুনঃ 

কিভাবে আপনার সাইটে ট্রাফিক বাড়াবেন?

তার আগে আমাদের মনে কিছু প্রশ্ন ওঠে যে জন্ম নিবন্ধন কি? জন্ম নিবন্ধন দিয়ে কি হবে?জন্ম নিবন্ধন সনদ আবেদন করতে কি কি লাগে?

এই প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। 


আসুন জন্ম নিবন্ধন সনদ আবেদন করতে কি কি করতে হবে তা নিম্নে যেনে নেই।



জন্ম নিবন্ধন কি কাকে বলে?

(Birth Registration)


একটি শিশু জন্মের পর সরকারি নিবন্ধন খাতায় নাম রেজিষ্ট্রেশন করাকেই জন্ম নিবন্ধন বলে।


২০০৪ সালের ২৯ নং আইনের আওতায়  বলা হয়েছে, এক জন শিশুর জন্মের পর তার নাম,লিঙ্গ, জন্ম হওয়ার স্থান, তারিখ, বাবা মায়ের নাম,জাতীয়তা,স্থানীয় ঠিকানা   ইত্যাদি নির্ধারিত নিবন্ধন দ্বারা রেজিষ্ট্রেশন  ও কম্পিউটারে ডিজিটাল ডাটা এন্ট্রি করে জন্ম সনদ করা।


জন্ম নিবন্ধন সনদের জন্য কি কি লাগে?


জন্ম নিবন্ধন সনদ পেতে স্থানীয় ক্লিনিক, হাসপাতাল বা এলাকায় জন্মগ্রহণ করার সময়, (দিন, মাস,বছর) লিখে রাখতে হবে। কিংবা হাসপাতাল, ক্লিনিক থেকে ছাড়পত্র মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ পাওয়া যাবে। 

তাছাড়া,P,S,C, বা SSC সার্টিফিকেট এর ফটোকপি, আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি বা স্হানীয় জনপ্রতিনিধি, যেমন,ওয়ার্ড কমিশনার,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দ্বারা সুপারিশ কৃত নাগরিক সনদ এর মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ পাওয়া যায়।


জন্ম নিবন্ধন সনদ কি কি কাজে লাগে?


জন্ম নিবন্ধন সনদের ব্যবহার নানাবিধ যেমন,

১.শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময়

২.জাতীয় পরিচয় পত্র ইসুতে

৩.পাসপোর্ট তৈরিতে

৪.বিবাহ রেজিষ্ট্রেশন করতে

৫.ড্রাইভিং লাইসেন্স বানাতে

৬.ভোটার তালিকা প্রনয়নে

৭.যে কোনও হিসাব খুলতে

৮.সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ ব্যবহারে

৯.জমি রেজিষ্ট্রেশন 

১০.গ্যাস,পানি,বিদ্যুৎ, টেলিফোন সংযোগে প্রয়োজন 

১১.টিআইএন প্রাপ্তি প্রয়োজন 

১২.বাড়ির নকশা পেতে, অনুমোদনে

১৩.আমদানি, রপ্তানি লাইসেন্স পেতে ইত্যাদি। 


জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম |

অনলাইন জন্ম নিবন্ধন কপি ডাউনলোড pdf ডাউনলোড করুন 


(Online  jonmo nibedon abedon korun)


প্রথমে" bdris.gov.bd search

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই"

সবার প্রথমে যে সাইট আসবে সেই সাইটে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম |জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড


ক্লিক করলে এমন একটি ইন্টার পেজ আসবে। তার আগে ভালো করে বক্সে থাকা ইনফরমেশন গুলো পড়ে নিন। 


উক্ত বক্স বারে লেখা আছে, 

নতুন জন্ম নিবন্ধন জন্য আবেদন। 

নিবন্ধক কার্যালয়ের জন্য আপনার জন্ম স্থান ও স্হায়ী ঠিকানার বিভাগ, জেলা পার হয়ে ওয়ার্ড পর্যায়ে যেতে হবে।জন্ম নিবন্ধন ফরমটি অনলাইনে পুরন করার সময় প্রথমে বাংলায় এবং পরে ইংরেজিতে লিখে ফরম পূরণ করতে হবে। তার পরে পরবর্তী বাটনে ক্লিক করে সংরক্ষণ করতে হবে।সংরক্ষণ বাটনে ক্লিক করলে নিবন্ধন সনদ টি স্হানীয় নিবন্ধন কার্যালয়ে স্হানতরিত হবে। মনে রাখবেন এটি আর সংশোধিত করতে পারবেন না। নিবন্ধন সনদ টি পেতে প্রিন্ট বাটনে ক্লিক করলে নিবন্ধন পত্রের একটি মুদ্রিত কপি পাবেন। সনদের জন্য ১৫ দিনের মধ্যে সত্যায়িত করার জন্য প্রমানস্বরুপ প্রয়োজনিও কাগজ পাতি সংঙ্গে করে নিকটস্থ নিবন্ধন অফিসে যোগাযোগ করতে হবে। 


তারপরে, আপনার আবেদনকৃত জন্ম নিবন্ধন সনদটি কোন মাধ্যমে পেতে চান তা ঠিক করুন যেমন,

১.জন্ম স্হান

২.স্হায়ী ঠিকানা 

৩.বর্তমান ঠিকানা 


তাছাড়া,  বাংলাদেশের দূতাবাস হতে জন্ম নিবন্ধন সনদ পেতে ৪ নং টিক মার্কে ক্লিক করে পরবর্তী পেজে চলে যান। 


জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম |জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড



পরবর্তী ফরম এমন দেখতে লাগবে।উক্ত পেজে নিবন্ধনকৃত ব্যক্তির পরিচিতি ফরমে পূরন করতে হবে। যেমন,

#১.নামের প্রথম অংশ ও শেষ অংশ বাংলায় লিখতে হবে।

#২.নামের প্রথম অংশ ও শেষ অংশ ইংরেজিতে লিখতে হবে।

#৩.জন্ম তারিখ দিতে হবে,এখানে যে ক্যালেন্ডার আসবে সেখান থেকে চয়ন করতে হবে।

#৪.পিতা–মাতার কত নম্বর সন্তান তা পুরন করতে হবে। 

#৫.লিঙ্গ ঠিক করতে হবে।

#৬. জন্ম স্থানের ঠিকানা লিখতে হবে যেমন,দেশ,বিভাগ,ডাকঘর, গ্রাম,পাড়া,মহল্লা,বাসার ঠিকানা।


সব ইনফরমেশন সঠিক ভাবে পুরন করতে হবে। কোথাও ভুল করা জাবে না। 

সব কিছু ঠিক থাকলে পরবর্তী পেজে ক্লিক করতে হবে। 


পরবর্তী পেজে যা যা পুরন করতে হবে তাহলো,

#১.মা ও বাবার জাতীয়তা,জন্ম সনদের এবং ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। নাম, বাংলায় ও ইংরেজিতে লিখতে হবে 

#২. মোবাইল নাম্বার দিতে হবে sms আসার জন্য। 


জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট:


সব কিছু ঠিক থাকলে প্রিন্ট বাটনে ক্লিক করে ফরমের কপি সংগ্রহ করতে হবে। 


এবং ১৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন কার্যালয় থেকে জন্ম নিবন্ধন সনদ নিতে হবে। 


আর ঠিক এভাবেই যরে বসে অনলাইনের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন সনদ আবেদন করতে পারেন। 


আপনাদের যদি কোনও প্রশ্ন থাকে তবে আমাদের কমেন্ট করে জানান। 


নিত্যনতুন টেকনোলজি ও টিপস পেতে সাবস্ক্রাইব করুন।



Next Post Previous Post

Featured Posts