এই অ্যাপ্স গুলো আপনার স্মার্টফোনের তথ্য হ্যাক করে নিচ্ছে না তো?। UnInstall Cyber Crime Hacker App
এই অ্যাপ্স গুলো আপনার স্মার্টফোনের তথ্য হ্যাক করে নিচ্ছে না তো?। UnInstall Cyber Crime Hacker App
কি থাকছে আজকের আর্টিকেলে
ফোনে এই 17টি অ্যাপস নেই তো? থাকলে সাবধানতা অবলম্বন করুন।
অনলাইনের বিভিন্ন কাজ করেন আপনার স্মার্টফোন দিয়ে ? তাহলেও সতর্ক হন।
আপনার একটু অসতর্কতার কারনে এই অ্যাপ্স গুলো ডেকে আনতে পারে বড় বিপদ।
Cyber crime দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হর হামেশাই ঘটছে Cyber crime ঘটনা। ফোন থেকে আপনার বিভিন্ন জরুরি তথ্য যেমন, ব্যাংকের ডিটেলস,ATM কার্ডের তথ্য সহ অন্যান্য তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। একের পর এক প্রতারণার ঘটনা ঘটাচ্ছে Cyber crime ইউনিট। আর এই প্রতারণা ঘটনার জন্য, আপনার তথ্য জানার জন্য তারা ব্যবহার করছে বিভিন্ন অ্যাপ বা ক্লোন অ্যাপ্স। যদি আপনার ফোনে এমন কোনও অ্যাপ থেকে থাকে তাহলে এখনই সতর্ক হন App গুলো আনইন্সটল করুন। Advertisements এড সার্ভিসনিয়ে অনলাইনে কাজ করার সময় সবার খুব সতর্ক থাকা উচিত। কারণ আপনি অসাবধান হলেই সুযোগ নেবে হ্যাকাররা। আপনার অসাবধানতার সুযোগে তারা আপনার যাবতীয় তথ্য হাতিয়ে নেবে, আর এর ফলে আপনি যে বিপদে পড়বেন তা বলাই বাহুল্য। অতএব, সবসময় সতর্ক থাকা প্রয়োজন।
বর্তমানে সাইবার হ্যাকিংয়ের জন্য হ্যাকাররা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে, আপনি ভালো লাগার বসে ফোনে সেই App Installe করলেন।তারপরে এই অ্যাপ্স আপনার ফোনে থাকা মানে সেখান থেকে তথ্য চুরি হয়ে যাওয়া।
ফোনে আপনি যেই সেই অ্যাপগুলো ডাউনলোড করবেন তখন সেগুলো আপনার ফোনে থাকা সমস্ত তথ্য একটা নির্দিষ্ট সার্ভারে পাঠাতে শুরু করবে।
এর ফলে হ্যাকাররা খুব সহজেই আপনার ফোনে থাকা সমস্ত তথ্যের অ্যাকসেস বা সন্ধান পেয়ে জাবে। এই কারণেই কোনও অ্যাপ ডাউনলোড করার আগে সচেতন থাকা জরুরি।
সম্প্রতি এমন 17 টি অ্যাপসের একটি তালিকা পাওয়া গিয়েছে যেগুলো ফোন এবং আপনার ব্যাক্তিগত তথ্য দুইয়ের জন্যই ক্ষতিকর। যে অ্যাপগুলো ফোনে থাকলে আপনি সমস্যায় পড়তে পারেন তার তালিকা দেওয়া হচ্ছে এখানে, আপনার ফোনে অ্যাপ্স গুলো চেক করুন থাকলে দ্রুত ডিলিট করুন। কারণ মনে রাখবেন এই অ্যাপগুলোই হচ্ছে হ্যাকারদের হাতিয়ার। এই অ্যাপগুলোর সাহায্যেই তারা আপনার যাবতীয় তথ্য, পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার ক্ষমতা রাখে।
Using these apps can be a victim of hacking
Camera translator Pro
Fast PDF scanner
Air balloon wallpaper
Colourful Messenger
Document manager
Peace SMS
Happy photo collage
pellet message
Smart keyboard
Coin track loan- online loan
cool caller screen
PSD Auth Protector
RGB emoji keyboard
Thug photo editor
Anime Wallpaper
4K Wallpapers
Original messenger
এই বিষয়ে বিশেষজ্ঞরা কী বলছেন?
এই অ্যাপগুলো দ্রুত ফোন থেকে ডিলিট করে দেওয়াই শ্রেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে তারা আরও বেশ কয়েকটি সতর্কবার্তা দিয়েছেন। তাঁদের মতে সঠিক সোর্স মানে গুগল প্লে স্টোর থেকে ইন্সটল না থাকলে সেই অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। সঠিক সোর্স থাকলে তবেই সেই অ্যাপ ডাউনলোড করা উচিত।
তথ্য হ্যাক করতে পারবে না হ্যাকাররা কাজ গুলো করুনঃ
আপনার স্মার্টফোনে তো অনেক নোটিফিকেশন আসে। তাই অযাচিত লিংক আসলে তাতেই ক্লিক করে দেওয়া একদমই উচিত নয়। যে কোনও লিংকে ক্লিক করে দিলে ফোনের তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে
গুগল প্লে স্টোর থেকেই অ্যাপস ডাউনলোড করা উচিত। এতে রিস্ক অনেকটাই কমে যায়।
তাছাড়াও অনেক অ্যাপ্স রয়েছে যা মুখের ভয়েজও রেকর্ড করতে পরে।
তাই সর্বশেষে বলা যায়,আপনার নিজের তথ্য হ্যাকারদের হাতে না দিতে চাইলে ঔ ১৭ টি অ্যাপ্স ইন্সটল করবেন না। UnInstall Cyber Crime Hacker App