Google New Update 2024
Google পুরোনো Android Mobile ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো
Google New Update |
Google New Update For Google Play Protect | ব্যক্তিগত তথ্য পাচার বন্ধে গুগলের নতুন ফিচার।
বর্তমানে বাজারে নতুন স্মার্টফোন গুলো রেজিষ্ট্রেশন করা যেমন "Android 11 ও Android 12" অপারেটিং সিস্টেম ফোন গুলো।এই ফোন গুলোতে পুরনো ফোনের চাইতে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধা রয়েছে।
সাইবার নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে পুরোনো মোবাইল ফোন ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য App এর কার্যক্রম নিয়ন্ত্রণ করতে চলেছে Google।
এখন তারা নতুন ফিচারের জন্য কাজ চালু করেছে।"Google Play Protect" এর মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে।
বেশির ভাগ অ্যাপই Google Play Stor থেকে নামানোর সময় ব্যক্তির কাছে Location, Mobile phone Nameber,Microphone, Camera ইত্যাদি পারমিশন চায়।তাছারাও,অ্যাপ ব্যবহারকারীর তথ্য, ছবি সংগ্রহ করে থাকে এতে ব্যক্তির গোপন তত্ত্ব পাচারের সম্ভাবনা থাকে
বিভিন্ন কাজের প্রয়োজনে বা বিনোদনে আমরা নানা ধরনের অ্যাপস ইন্সটল করে থাকলেও বিভিন্ন কাজের চাপে বা সময়ের অভাবে নিয়মিত ব্যবহার করা হয়ে ওঠে না। কিন্তু অ্যাপস গুলোকে তো আমরা পারমিশন দিয়েই রেখেছি যার ফলে অ্যাপস গুলো নিয়মিত তথ্য সংগ্রহ করে থাকে।এই সমস্যা সমাধানে,Google "Google Play Protect" নামে নতুন ফিচার তৈরী করেছে। যার ফলে অপ্রয়োজনীয় ইন্সটল করা অ্যাপস গুলোর অনুমতি স্থগিত করে ব্যক্তির তথ্য পাচারেট হাত থেকে রক্ষা করে।
‘অ্যান্ড্রয়েড ১১’ ও ‘অ্যান্ড্রয়েড ১২’ অপারেটিং সিস্টেমে চলা সব স্মার্টফোনেই ‘গুগল প্লে প্রটেক্ট’ ফিচারের মাধ্যমে স্মার্টফোনের অব্যবহৃত অ্যাপগুলোকে দেওয়া অনুমতি স্থগিত করা যায়। নতুন এ উদ্যোগের আওতায় পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনেও এ সুযোগ মিলবে। ফলে নিয়মিত ব্যবহার না করা অ্যাপগুলো স্মার্টফোন থেকে কোনো তথ্য সংগ্রহ করতে পারবে না।
পরিশেষে,
বর্তমান বাজারে 'Android 11 ও Android 12' অপারেটিং সিস্টেমে চলা ফোন গুলোকে Apps এর পারমিশন দেওয়া বন্ধ করা যায়।"Google Play Protect" এর মাধ্যমে পরোনো সকল স্মার্টফোনেই এখন অপ্রয়োজনীয় ইন্সটল করা Apps এর Permission বন্ধ করা জাবে ও প্রয়োজনীয় সুযোগ মিলবে।
এতে ব্যক্তির কোন তথ্য সংগ্রহ করতে পারবে না অপ্রয়োজনীয় অ্যাপস গুলো।