মেসেঞ্জারে যুক্ত হতে যাচ্ছে নতুন ফিচার,যা চমকানোর মত | New update For Massenger 2022
মেসেঞ্জারে যুক্ত হতে যাচ্ছে নতুন ফিচার,যা চমকানোর মত | New update For Massenger 2022
New update For Massenger 2022 |
আমরা এমন কেউ নেই যারা Facebook Messanger Use করি না।আমাদের দৈনিক অনেক কিছু ক্রয় বিক্রয় করতে টাকা অন্যকে পাঠাতে এবং টাকা সংগ্রহ করতে হয়।
Facebook Messanger নতুন ফিচারের মাধ্যমে এখন টাকা লেনদেন করা যাবে।
Facebook এক Blog Post এ জানিয়েছে, "আমরা বেশ খুশি কারন,Facebook Messanger এ আমরা একটি নতুন sort কার্ট (Fichar) ফিচার
চালু করতে চলেছি।সেই Command System মাধ্যমে নতুন অভিজ্ঞতা দিতে চলেছি যার মাধ্যমে Facebook Messanger ব্যবহারকারীরা আনন্দ পাবেন।"
Blog Post এ Fecebook আরো বলেছে,
এই ফিচারের মাধ্যমে Facebook Messanger ব্যবহারকারীরা তাদের Lunch, Dinar বা যে কোনও খরচের টাকা Facebook Messanger মাধ্যমে দেওয়া জাবে।
"pay" নামক কমান্ডাটি জন্য, শর্ট কার্ট কমান্ড তৈরী করা হয়েছে।খুব তাড়াতাড়ি এই সিস্টেম চালু করা হবে।
আমরা জানতে পেরেছি, Facebook Messanger তাদের এই নতুন ফিচার খুব তাড়াতাড়ি লন্জ করা হবে।
"New update For Massenger 2022"
International News মাধ্যমের কাছে
Facebook কনজুমার প্রোডাক্ট হেড মেরন কোলবেকি জানিয়েছে যে, Facebook কে এমন একটি product এ পরিনত করতে চলেছি যা Facebook থেকে না বেরিয়েই সব কাজ করা জাবে।
তবে,Messanger এর নতুন ফিচার পেমেন্টস সিস্টেমটি বর্তমান IOS & Android ব্যবহারকারীদের জন্য প্রথমে যুক্তরাষ্ট্রে চালু করা হচ্ছে।
পরিশেষে বলা যায় যে, Facebook ব্যবহারকারীরা যেনও ফেসবুকে Login করে তাদের আর্থিক কার্যক্রম করতে পারে ফেজবুক হতে বেড়না হতে হয়।সেই প্রচেষ্টা আরো উন্নত করতে ফেজবুক তাদের নতুন নতুন ফিচার যুক্ত করছে।
তাছারাও, Messanger এ voice সিস্টেমটি এখন আরো বেশি উন্নত করেছে। voice এ মেসেজ পাঠানোর আগে message previou ও Edit করতে পারা যায়।