কি ভাবে আপনার সাইট পেজকে অপ্টিমাইজেশন করবেন |How to Boost traffic in blog post 2022

 কি ভাবে আপনার সাইট পেজকে অপ্টিমাইজেশন করবেন |How to Boost traffic 

How to Boost traffic,  কি ভাবে আপনার সাইট পেজকে অপ্টিমাইজেশন করবেন, How to increase website traffic, How to improve your blog, Blog tips.


বর্তমান সময়ে ব্লগ সাইট একটি জনপ্রিয় নাম। এ ব্লগ সাইটের মাধ্যমে হাজারো মানুষ তাদের টেকনোলজি, শিক্ষা বিষয়ক, চিকিৎসা বিষয়ক, জ্ঞান বিষয়ক ও যাবতীয় সকল কার্যক্রম ব্লগিং করে থাকেন।


কিন্তু আমরা যারা নতুন ব্লগ সাইট খুলি তখন আমাদের নানান ধরনের সমস্যা হয়ে থাকে। সমস্যাগুলোর মধ্যে  প্রধান কারণ হচ্ছে ব্লগ সাইট পেজ অপটিমাইজেশন না করা কিংবা করতে না পারা। 


যার কারনে আপনার সাইটে ভিজিটর বাড়ছে না। 


How to increase website traffic?  


আপনি ভেবে দেখেছেন কেনও ট্রাফিক বাড়ছে না কারন এর কারন হতে পারে,Slow page loading, SEO সমস্যা, AMP সাইড বা উন্নত সাইট না হওয়া,ভালো কন্টেন্ট না হওয়া,Google অ্যানালাইটিক্স সম্পর্কে না জানা ইত্যাদি। 


আজকে এই আর্টিকেলে আপনাদেরকে বুঝাতে কিংবা শেখাতে চেষ্টা করব কিভাবে ব্লগ সাইট পেজ Optimization করে গুগলের high-ranking এ আনা যায়।


How to improve your blog?


নিচে কিছু Rules আলোচনা করবো সেই মতাবেক আপনার ব্লক সাইট পেজ কে Optimization করতে পারবেন।


▪️ AMP সাইট তৈরি করতে হবে

▪️ Mobile Version অপ্টিমাইজেশন করতে হবে

▪️ পেজ লোডিং চেক করে ব্যাবস্হা নিতে হবে

▪️ আপনার ট্রাফিকের জন্য স্ট্র্যাটেজি বাড়াতে হবে

▪️ SEO জানতে হবে

▪️ Google Analytics tools  সম্পর্কে জানতে হবে।


আমরা এই ৬টি বিষয় বিস্তারিত আলোচনা করবো।এই ছয়টি বিষয় পারে আপনার সাইট পেজকে অপ্টিমাইজেশন করতে।


তো শুরু করা যাক,




AMP site হলো এমন একটি সাইট যা আপনার সাইটের আসা ট্রাফিক কে আরো উন্নত অভিজ্ঞতা প্রদান করে।কারন এএমপি সাইট ব্যবহারে পেজ দ্রুত লোড হয়।মোবাইল ব্যবহারকারীদের আরো উন্নত পারফরম্যান্স প্রদান করে।এমন সাইটে বেশি ভিজিটর আসে।


2.Mobile Version অপ্টিমাইজেশন করাঃ


বর্তমান সময়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মোবাইল বৃদ্ধি পাওয়া মোবাইল ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সাইটে ভিজিট করে। তাছারা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বৃদ্ধি পেয়েছে।

তাই আপনার সাইটকে ট্রাফিক আনতে, আরো বেশি আয় করতে Mobile Version অপ্টিমাইজেশন করতে হবে।


3.Google Page Speed টুলস ব্যবহারঃ


আপনি সুন্দর সুন্দর আর্টিকেল লিখেন, ভালো ট্রাফিক ও আসে কিন্তু আপনার পেজ লোড হতে অনেক সময় লাগে। 

এতে কিন্তু আপনার কোনও উন্নতি হবে না ধীরে ধীরে আপনার সাইট হতে ভিজিটর হারিয়ে জাবে। 

তাই ভিজিটর ধরে রাখতে হলে আপনার ব্লক সাইটের পেজকে আরো দ্রুত রাখতে হবে।


How to make your webpage first? 


আপনি Google Page Speed টুলস ব্যবহার করতে পারেন।

Home পেজে অনেক বেশি কন্টেন্ট রাখলে  speed কমে যায়,তাই অল্প রাখাই ভালো।


4.ট্রাফিকের জন্য স্ট্র্যাটেজি বাড়ানোঃ


নতুন ব্লগারদের বড় চ্যালেঞ্জ ব্লগে ট্রাফিক আনা। তাই ব্লগ সাইটে ভিজিটর আনতে সৃজনশীল হতে হবে,অ্যাক্টিভ থাকতে হবে। ভিজিটরদের চাহিদা অনুযায়ী পোস্ট লিখতে হবে, ভিজিটরদের বিভিন্ন প্রশ্নের উত্তর, তাদের মনিটর করতে হবে। 

কেন ও তারা আপনার সাইটে আসবে, কি লিখলে তাদের চাহিদা পুরন হবে ইত্যাদি। 

তাহলে, আশা করা যায় আপনার সাইটে অর্গানিক ট্রাফিক আসার সম্ভবনা বেশি থাকবে।


5.SEO (Search Engine Optimizationl করুনঃ 


আপনার ব্লগ সাইট বা আপনার পোস্ট গুলো কতটা SEO সংযুক্ত করা রয়েছে তা বিস্তারিত জানতে হবে। আপনার সাইটোর পোস্ট গুগল হাই র্যাংকিকে রাখতে seo এর বিকল্প নেই।

তাই SEO বা Search Engine Optimizationl ভালো ভাবে জানুন।


◾আমি পরবর্তী আর্টিকেলে SEO সম্পর্কে লেখার চেষ্টা করবো।


6.Google Analytics tools সম্পর্কেঃ


Google Analytics tools হচ্ছে সাধারণত একটি সাইটের বিশোধ আলোচনাকারী বা একটি সাইটের নজরদারকারী।


আপনার সাইটকে উন্নত করতে বা সাইটের ভিজিটর সম্পর্কে, নানা সমস্যা সমাধানের অন্যতম মাধ্যম হচ্ছে Google Analytics tools। 

Google Analytics tools মাধ্যমে এড এর ক্লিক, ফেক ক্লিক, ভুল ট্রাফিক ইত্যাদি শনাক্ত করে তাদের প্রতি প্রয়োজনিয় ব্যবস্হা নেওয়া যায়। 


তাই সকল ব্লগার দের  Google Analytics tools সম্পর্কে ধারণা থাকা উচিত। 


পরিশেষে বলা যায়, উক্ত ছয়টি মাধ্যম রিচার্স করে ফ্লো করলেই আপনার সাইট পেজ অপ্টিমাইজ হবে। 


▪️ এক নজরে দেখে নেই,


How to Boost traffic in blog


1.Google search 


    ▪️গুগল সার্চ কনসোল অনলাইনে আপনাকে আরো বেশি পারফর্মেন্স দিবে।

    ▪️গুগল ইন্ডেক্সে আপনার পেজ সাবমিট করতে হবে।

  ▪️ক্রোওলার আক্সেস করতে হবে এড পারফর্মেসের জন্য। 

   ▪️সার্চ অ্যানালাইটিক্স এ ট্রাফিক সম্পর্কে জানতে হবে।


2.Traffic Analyse


    ▪️গুগল অ্যানালাইটিক্স ট্রাক করবে পেজে কেনও ভিজিটর আপনার সাইটে এসেছিলো।


3.Theme Customisation 


   ▪️ট্রাফিক কে সাধারণ ভাবে বোঝাতে হবে। পেজে আপনাকে সুন্দর রিভিউ সম্পর্কে নতুন টিপ্স রাখতে হবে।

   ▪️ব্লগারের থিমটিকে গুগল এড এর জন্য ভালো স্থান নির্বাচন করতে হবে।

   ▪️এডসেন্সের প্রোগ্রাম নীতি মানতে হবে।


4.Mobile Optimization 


   ▪️Amp version মোবাইল থিম ব্যবহার করতে হবে।মোবাইলের জন্য পেজ কে speed করতে হবে। 


Next Post Previous Post

Featured Posts