হস্তমৈথুন বা Masturbation কারনে কী সমস্যা হতে পারে?What problems can be caused by masturbation?
হস্তমৈথুন বা Masturbation কারনে কী সমস্যা হতে পারে?
হস্তমৈথুন(masturbation) বর্তমান সময়ে যুবক-যুবতীদের জন্য প্রিয় একটি কাজ হলেও আসলে এটার কোন ভালো দিক নেই খারাপ দিক ছাড়া। সাময়িক কাম উত্তেজনা কে শান্ত করার জন্য এটা করে তৃপ্তি পেলেও ভবিষ্যতে নানা সমস্যা দেখা দিতে পারে।
হস্তমৈথুন বা Masturbation কারনে কী সমস্যা হতে পারে?:
- লিঙ্গের রগ দূর্বল হয়ে যাওয়াঃ
পেনিসের উপরে হাত দিয়ে সজোরে পেনিস কে ওঠা নামা করানো হয় এমনটা হয়না কোনও স্বামী স্ত্রী মিলনের সময়ে। হাত দিয়ে কিংবা যন্ত্র দিয়ে করলে এটা অস্বাভাবিক হয়ে পরে এতে রগে প্রচুর চাপ পরে এবং বেশি ক্ষতিগ্রস্তহ হলে ভবিষ্যতে রগ দূর্বল হয়ে পরে।
হস্তমৈথুন বা Masturbation কারনে কী সমস্যা হতে পারে?
- লিঙ্গের আগা মোটা গোড়া চিকন হয়ে যায়ঃ
পেনিস কে হাত দিয়ে বেশি ঘর্ষণ করলে তা সব দিকে সমান ঘর্ষিত হয় না। হাতের চাপে সব রস সামনের দিকে অগ্রসর হয় এতে লিঙ্গের গোড়া চিকন হয়ে পরে।
- যৌন শক্তি দূর্বল হয়ে পড়েঃ
হস্তমৈথুনের কারনে পেনিস যৌনাঙ্গ দুর্বল হয়ে পরে, কারন একাধিক বার হাত দিয়ে করলে রগ দুর্বল হয়ে রক্ত চলাচল কম হয়ে জায় জার কারনে যৌন শক্তি দুর্বল হয়ে পরে।
হস্তমৈথুন বা Masturbation কারনে কী সমস্যা হতে পারে?
- পুষ্টি হীনতায় ভূগতে হয়ঃ
হস্তমৈথুনের কারনে শরীরের এনার্জিতে প্রভাব পরে। পেনিস কে শক্তি শালী করতে যে শক্তির প্রয়োজন পরে তা সে গ্রহন করে। কিন্তু বারবার করলে শরীরে পুষ্টি জোগান হয়না। যারকারনে পুষ্টি হীনতায় পড়তে হয়।
- শরীর দূর্বল হয়ে চিকন হয়ে যায়ঃ
যেহেতু পুষ্টি জোগান কম থাকে সেহেতু শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পেয়ে শরীর চিকন হয়ে জায় এটাই স্বাভাবিক।
- চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। গালের চাপা ভেঙে যায়ঃ
অনেকের মতে এমনটা নাও হতে পারে।তবে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। গালের চাপা ভেঙ্গে যাওয়া স্বাভাবিক।
- বিবাহিত জীবনে স্ত্রী কে সুখ দিতে পারে নাঃ
উপরোক্ত বিষয়গুলো থাকলে বিবাহিত জীবনে স্ত্রী কে সুখ দিতে পারবেন না। যার জন্য সংসার অশান্তি নেমে আসতে পারে।তাই হস্তমৈথুন পরিহার করা অতিবও জরুরি।
হস্তমৈথুন বা Masturbation কারনে কী সমস্যা হতে পারে?
আরো খারাপ অনেক লক্ষ্মণ থাকতে পারে যেগুলো দেখা দিতে পারে। সুতরাং যাদের এই বদঅভ্যাস আছে অনুরোধ করব আজকেই ছেড়ে দিন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসুন। আর সময় হলে বিয়ে করে ফেলুন। সব শারীরিক মানসিক সমস্যা সমাধান হয়ে জাবে।