লিঙ্গ সকালে ঘন ঘন উত্থান হওয়ার কারণ কী? penis gono gono uthan hoyar karon
লিঙ্গ সকালে ঘন ঘন উত্থান হওয়ার কারণ কী?
আপনার প্রশ্নে যাওয়ার আগে বলতে হয় , একটি নির্দিষ্ট বয়স যেমন,১৬ থেকে ২৬ এই বয়সে লিঙ্গের উত্থান বেশি হওয়া এটি একেবারে খুব খুব সাধারণ একটি ব্যাপার। এতে ঘাবড়াবার কিছু নেই, আপনি পরিশ্রম সঠিক ভাবে করবেন, খেলা ধুলা করবেন,বই পড়বেন নাহলে অন্যান্য কাজে লিপ্ত থাকবেন তবে ঘন ঘন উত্থান হবে না ।
মাসে একবার হস্তমৈথূন না করা হয়তো সেই কারণে শরীরে বেশি উত্তেজনা অনুভব হচ্ছে। সবার ক্ষেত্রে এটি নাও হতে পারে?
আমিষ খাদ্য যেমন,মাংস জাতীয় খাদ্য বেশি খেলে যৌণ উত্তেজিত বেড়ে যায়।
লিঙ্গ ঘন ঘন দাড়িয়ে যাচ্ছে মানে হলো টেসটোস্টোরেন এর মাত্রা বাড়ছে আপনার , এই হরমোনের ভারসাম্য বেড়ে গেলে আপনি অবশ্যই দাড়ানো বা উত্থান অনুভব করবেন।
লিঙ্গ সকালে ঘন ঘন উত্থান হওয়ার কারণ কী?
এবার এর কারণ কি? সম্পর্কে বলি,
কারণ মস্তিষ্ক, শরীরকে উত্তেজিত করে সেইসব কথা আপনি ভাবছেন, বা দেখছেন কিংবা কোনো কাওকে দেখে মনে যৌন ইচ্ছে জাগছে , এটি খুবই নরমাল ব্যাপার, কিন্তু এইভাবে যৌ ন ইচ্ছে জাগলে বাইরে বেড় হবেন কেমন করে? তাই হস্তমৈথূন চাইলে করতেই পারেন ।(তবে ইসলাম এটাকে প্রধান্য দেয়না।সামর্থ্য থাকলে বিয়ে করুন।) সেটাও সপ্তাহে একবার এর বেশি একদম ঠিক না ।
সকালে টেস্টোস্টেরনের মাত্রা সব থে কে বেশি থাকে , ঘুম থেকে ওঠার পর তখন উত্থান বেশি হয়,
এটি সকালে ও বিকালে বেশি মনে হয়।
তবে এই সবই মস্তিষ্কের প্রভাব। নিজের মস্তিষ্কে ভালো কিছু চিন্তা করুন, ধর্মীয় গ্রন্থ পড়ুন নাহলে বাইরে বেরিয়ে গল্প করুন, শরীরে পরিশ্রম করুন। মাংস কম খান , ব্যায়াম করবেন । আর বয়স হলে অবশ্যই তারাতারি বিয়ে করে ফেলুন।