এসএসসি পরীক্ষা ২০২২ বাংলা বিষয়ে সাজেশন।২০২২ সালের এসএসসি পরিক্ষা কেমন হবে? বিস্তারিত দেখুন | SSC EXAM 2022
এসএসসি পরীক্ষা ২০২২ বাংলা বিষয়ে সাজেশন।২০২২ সালের এসএসসি পরিক্ষা কেমন হবে? বিস্তারিত দেখুন
মাধ্যমিক পর্যায়ে প্রায় 20 লাখের বেশি শিক্ষার্থী আগামী 19 জুন এসএসসি পরীক্ষা ২০২২ অংশগ্রহণ করবে। ইতি মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ করেছে
পরীক্ষা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে বলা হয়েছে,এসএসসিতে এ বছর তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। এবারের পরীক্ষা নতুন নিয়মে আয়োজন করতে যাচ্ছে শিক্ষা বোর্ড।
ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন মানবন্টন ও সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।
এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, হিসাববিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা,অর্থনীতি শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান,সংগীত, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বিষয়ে পরীক্ষা হবে।
পরীক্ষা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,সাধারণত পরিক্ষা SSC এবং HSC ফেব্রুয়ারী ও এপ্রিলে হয় কিন্তু করোনা সংক্রমণের কারনে পরিক্ষা পিছানো হয়।প্রতি বছর যেভাবে পরীক্ষা অনুষ্ঠিত করা হয় চলতি বছরে সেভাবে পরীক্ষা হবে না।
এবারের পরিক্ষা 2 ঘন্টা করা হবে।
এই 2 ঘন্টা সময়ের মধ্যে পরিক্ষার্থীদের ১ ঘন্টা ৪০ মিনিট সময় পাবে সৃজনশীল প্রশ্ন লেখার জন্য এবং ২০ মিনিট সময় পাবে MCQ লেখার জন্য।
এবারের বাংলা আবশ্যিক প্রথম অংশ ও বাংলা দ্বিতীয় অংশ কেমন হবে তা নিয়ে বিস্তারিত জানবোঃ
অনেক শিক্ষার্থীরা আছে যারা বাংলা ও বাংলা দ্বিতীয় পত্র কে গুরুত্ব দেয় না।তারা ভাবে ইংরেজি, গনিত,রসায়ন,জীববিজ্ঞান ইত্যাদি কঠিন বিষয় এগুলোই বেশি বেশি করে পরতে হবে। আসোলে এখানেই তাদের ভুল। বাংলা বিষয় কে ছোট মনে করা ভুল কারন বাংলা বিষয়ে বেশি ফেল আসে।
আজকে জানবো, এই পরিক্ষায় বাংলা প্রশ্ন কেমন হবে,কঠিন নাকি সহজ?
- বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এবারের পরিক্ষা হবে ১০০ মধ্যে অর্ধেক নম্বরে।
- বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন থাকবে ১১টি। উত্তর করতে হবে চারটি প্রশ্নের।
- শিক্ষার্থীরা যে কোন বিভাগ থেকে প্রশ্নের উত্তর দিতে পারবে।
- বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৩০ টি উত্তর দিতে হবে ১৫ টি।
- বাংলা দ্বিতীয় পত্র ৪০ নম্বর থাকবে ব্যাকরন, রচনা, ভাব সম্প্রসারণ বিভিন্ন বিষয় থেকে ৪০ নম্বরের উত্তর করতে হবে।
- বহুনির্বাচনী প্রশ্ন ৩০ টি থেকে ১৫ টি প্রশ্নের উত্তর করতে হবে
প্রশ্ন হবে মোট ১০০ নাম্বারের কিন্তু উত্তর হবে অর্ধেকের। প্রশ্ন যেহেতু, অর্ধেকের সেই ক্ষেত্রে পরিক্ষার্থীদের এবারের প্রশ্ন সহজ হবে বলে আশা করা যায়।
যদি পরীক্ষার প্রশ্ন স্বাভাবিক নিয়মে তৈরি করা হয় তারপর ও যদি শিক্ষার্থীরা কমন বিষয় গুলো পড়ে যায় তবে শতভাগ কমন আসবে।
এক্ষেত্রে শিক্ষার্থীদের ৪—৫ টি অধ্যায় অন্তত পড়তে হবে। সৃজনশীল ও MCQ এর জন্য।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে প্রশ্ন তৈরি করা হবে আগের নিয়মে। প্রতিটা প্রশ্নের বিভাগ থাকবে কিন্তু শিক্ষার্থীরা যে কোন বিভাগ থেকে প্রশ্নের উত্তর দিতে পারবে।