মোবাইল ফোন হারিয়ে গেলে করনীয় | I lost my phone | Find My Device
মোবাইল ফোন হারিয়ে গেলে করনীয় | I lost my phone | Find My Device
শখের ফোনটি হারিয়ে গেলে নিজেকে কন্ট্রোল করা যায়না।আজকাল আমরা স্মার্টফোনে নানা প্রয়োজনীয় ডকুমেন্ট রাখি।এমনকি ব্যাংকের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেটা হোক পাসওয়ার্ড বা অন্যকিছু।তাছাড়া, সোশ্যাল মিডিয়ায় আমাদের সম্পর্কটা একটু বেশি ফোন হারিয়ে গেলে সমস্যা হতে পরে। ফোন হারিয়ে গেছে? এই কাজ গুলো দ্রুত করুন বিপদে পড়ার আগে।
১। যত তারাতাড়ি সম্ভব হারানো ফোনে কল দিন। যদি কেউ ফোন ধরে তাহলে,ভদ্র ভাবে কথা বলে ফোন টা নেওয়ার চেষ্টা করুন। যদিও অনেক সময় হারানো ফোন পাওয়া যায়না। তবুও চেষ্টা করুন, ঠিকানা নিন। যদি ফোন না ধরে তবে নিচের কাজ গুলো চেষ্টা করুন।
- আপনার স্মার্টফোন হারিয়ে গেলে টেলিকম সার্ভিস প্রোভাইডারকে জানান।
- একটা অভিযোগ দায়ের করুন।
- সীমের আউট গোয়িং সার্ভিস ব্লক করুন।
- সীম ব্লক করুন।
৩।তারপর আপনার হারিয়ে যাওয়া ফোনটি লোকেট করুন। লোকেট করার জন্য অ্যান্ড্রয়েডের Find My Device ব্যবহার করুন (Find my device এর কাজ কি?)।কারন, এখনকার মোবাইলে বিল্ড-ইন ফাইন্ড মাই মোবাইল সার্ভিস থাকে যা জিমেইলের মাধ্যমে হারানো ফোনের সন্ধান পাওয়া যায়,ট্রাকও করতে পারেন।এর পরে ফোনটি লোকেট করুন।
বর্তমানে অ্যান্ড্রয়েড ৮ বা এর থেকেও বেশি ভার্সনের ফোনেও রয়েছে। যাদের ফোনে নেই তারা গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে রাখতে পারেন।কারো কারো ফোনে এটি ডিফল হিসেবেও থাকে।
এই সেবা পেতে হলে,গুগল অ্যাকাউন্টে লগ ইন(find my device google account) করে রাখতে হবে।লোকেশন সার্ভিসও অন করে রাখা ভালো।তবে Samsung ক্ষেত্রে এটি আলাদা কারন Samsung এ তাদের নিজস্ব find my device samsung ফিচার রয়েছে।
৪।Find My Device টুল ফিচারটি ব্যাবহার কারির কাজ হতে হারিয়ে গেলেও এই ফিচারের মাধ্যমে মেসেজও করতে পারবেন। তাছাড়া,ফোন লোক ও করে রাখতে পারবেন।এর মাধ্যমে মানুষ কে বোঝাতে পারবেন মোবাইল টি আপনারই।
৫।কল দিয়ে,বা মেসেজ করেও কোনও লাভ হচ্ছে না, আপনি নিশ্চিত হচ্ছেন যে সত্যি ফোনটি হারিয়ে ফেলেছেন।তাহলে,Find My Device টুল ব্যবহার করে আপনার ফোনের সব ডেটা মুছে ফেলুন।
৬।গুগল ম্যাপস টাইমলাইন ফিচারটির মাধ্যমে ও আপনার ফোনের শেষ লোকেশন (find my device last seen)বা ফোনটি কোন কোন লোকেশনে ছিলো যাচাই করতে পারবেন।
সেই মোতাবেক শেষ লোকেশনটা চেক করুন।এর মাধ্যমে আপনার হারানো ফোনটিকে ট্রাক করতে পারেন।
৭।সর্বশেষে,ফোন ব্লক করার সময়ই আপনার তথ্য বা আপনি নিরাপদে থাকতে একটি এফআইআর দায়ের করুন।