ব্যাকলিংক কি? ফ্রিতে কি ভাবে ব্যাকলিংক নিবেন?

ব্যাকলিংক কি? ফ্রিতে কি ভাবে ব্যাকলিংক নিবেন?


  • ব্যাকলিংক কি?
  • ব্যাকলিংক কিভাবে কাজ করে?
  • ব্যাকলিংক কত প্রকার?
  • ফ্রিতে কিভাবে ব্যাকলিংক পাবেন?
  • ব্যাকলিংকের জন্য কোন কোন সাইট ব্যবহার করবেন?
  • চলুন আর্টিকেল শুরু করা যাক।

ব্যাকলিংক কি?  ব্যাকলিংক কিভাবে কাজ করে?  ব্যাকলিংক কত প্রকার?  ফ্রিতে কিভাবে ব্যাকলিংক পাবেন?  ব্যাকলিংকের জন্য কোন কোন সাইট ব্যবহার করবেন?


ব্যাকলিংক কিঃ

আমরা যারা ব্লগিং করি তাদের জন্য ব্যাকলিংক ট্রাফিক পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ চেপ্টার।

যারা ব্যাকলিংক সম্পর্কে যানেন না তাদের উদ্দেশ্য বলছি,ব্যাকলিংক হলো আপনার ওয়েবসাইটের লিংক অন্য কোন ওয়েবসাইটের সাথে সংযুক্ত করে দেওয়া।সহজ ভাষায় বলতে গেলে এটিই হলো ব্যাকলিংক। উদাহরণ হিসেবে,ধরুন আপনার একটি Tech রিলেটেড সাইট তৈরি করেছে।নিয়মিত পোস্ট করছেন।ভালো ভালো কন্টেন্ট রয়েছে। এখন ধরুন,আপনার বন্ধুর এমনি একটি ওয়েব সাইট রয়েছে পুরনো ভালোই ট্রাফিক আসে। আপনার বন্ধুর সাইটে যদি Guest পোস্ট করেন,পোস্ট লেখার সময় আপনার নিজের সাইটের লিংক দিয়ে দিলেন, বললেন আরো তথ্যের জন্য এই লিংকে ক্লিক করুন তাহলে আপনি ব্যাকলিংক পেলেন।

ব্যাকলিংক কি? এবং কিভাবে আপনারা ব্যাকলিংক নিবেন? তার একটি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ যা আপনাদের অবশ্যই সাহায্য করবে ব্যাকলিংক সম্পর্কে জানতে।


ব্যাকলিংক কত প্রকার ও কি কি

যারা নতুন ব্লগিং করেন বা শুরু করেছেন বা ইতিমধ্যে যারা নতুন beginner ব্যাক লিংক সম্পর্কে জানেন না ব্যাকলিংক কত প্রকার ও কি কি? আমরা নিচে ব্যাকলিংকের প্রকারভেদ তুলে ধরলাম।ব্যাকলিংক মূলত দুই প্রকার:


  • নো ফলো
  • ডু  ফলো

— নো ফলো ব্যাকলিংক 

ব্যাকলিংক কি? ব্যাকলিংক কত প্রকার ও কি কি?

উপরের সংক্ষিপ্ত আলোচনায় আমরা জেনেছি।


  • নো ফলো ব্যাকলিংক কাকে বলে?
  • নো ফলো ব্যাকলিংক কি?
  • নো ফলো ব্যাকলিংক কাজ কি?


আপনি যেকোনো একটি ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিলেন কিন্তু সেখানে শুধু ট্রাফিক আপনার ব্যাকলিংক এ ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে কিন্তু সার্চ ইঞ্জিন থেকে সেই লিংকটি ভিজিট করতে পারবে না।এটিই হলো নো ফলো ব্যাক লিংক।


—ডু ফলো ব্যাকলিংক

ডু ফলো ব্যাকলিংক সম্পর্কে বিস্তারিত জানবো এখন।


  • ডু ফলো ব্যাকলিংক কি?
  • ডু ফলো ব্যাকলিংক কাজ কি?


ডুফলো ব্যাকলিংক সম্পর্কে যদি আপনাদের মাঝে আলোচনা করি তাহলে বলতে হবে,যে ব্যাকলিংকে  নো  ফলো ব্যাকলিংক থাকে না সেইসব ব্যাকলিংকে ডুফলো ব্যাকলিংক বলে। এই ডু ফলো ব্যাক লিংক সার্চ ইঞ্জিন থেকে এবং ট্রাফিক উভয় ভিজিট করতে পারে সাইটে। তা আপনি যদি কখনো ব্যাকলিংক নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো ডুফলো ব্যাকলিংক নিতে কেননা এখানে আপনারা সার্চ ইঞ্জিন থেকেও ভালো ট্রাফিক পাবেন পাশাপাশি ব্যাকলিংক থেকেও। কি? আশা করে বুঝতে পেরেছেন। 


যেভাবে ফ্রি ব্যাকলিংক নেবেনঃ

এতক্ষণে হয়তো আপনারা ব্যাকলিংক এর গুরুত্ব সম্পর্কে বুঝে গেছেন। এখন আমি আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই ফ্রিতে ব্যাকলিংক নিবেন।

আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক নিতে চাই কিন্তু ব্যাকলিংক নেওয়ার আগে আপনাকে কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আপনাকে প্রথমে আপনার ওয়েবসাইটের নিস বা বিষয়বস্তু যে বিষয়ে লেখালেখি করেন,সে কন্টেন্ট অনুযায়ী ওয়েবসাইট খুঁজে বের করতে হবে কেননা, রিলেটেড ওয়েবসাইট না হলে যথেষ্ট ভিজিটর পাবেন না আপনার সাইটে । এরপর আপনাকে বিশ্বস্ত এবং বড় একটি ওয়েবসাইট নির্ধারণ করতে হবে কেননা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিলে সেটি আলাদা গুরুত্ব দেওয়া হয় এজন্য আপনাকে ভালো ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যার ট্রাফিক বেশি। তারপর আপনারা নিচে দেওয়া কয়েকটি নিয়ম খাটিয়ে ব্যাকলিংক নিতে পারবেন নিচে বিস্তারিত আলোয় করা হলোঃ


  • ফ্রিতে কিভাবে ব্যাকলিংক পাবেন?
  • ব্যাকলিংকের জন্য কোন কোন সাইট ব্যবহার করবেন?


Guest Blogging— নতুন ব্লগারদের জন্য খুবই একটি জনপ্রিয় মাধ্যম হল Guest Blogging। একজন নতুন ব্লগার Guest Blogging মাধ্যমে খুব সহজেই তার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক নিতে পারেন। যারা নতুন ব্লগার রয়েছে তাদের জন্য আমি বলবো আপনারা Guest Blogging করুন। 

Guest Blogging সম্পর্কে যাদের ধারনা নেই তাদের একটু বলে নেই যে,Guest Blogging হলো আপনি অন্যের সাইটের কনটেন্ট লিখে দিয়ে সেখান থেকে ব্যাকলিংক নিতে পারার উপায়ই হলো Guest Blogging। 


Answer & Questions— (Quaora Site)প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে হয়তো আপনারা অনেকেই লক্ষ্য করবেন বর্তমানে ইন্টারনেট জগতে অনেকগুলো প্রশ্ন উত্তর ওয়েবসাইট রয়েছে। যেখানে নানা রকম প্রশ্ন প্রতিনিয়ত করা হয় তা আপনারা চাইলে সেখান থেকে ভালো পরিমাণে ব্যাকলিংক নিতে পারবেন। ধরুন একটি বিষয়ে একটি প্রশ্ন-উত্তর ওয়েবসাইটে প্রশ্ন করেছি সেখানে আপনি আপনার সাধ্যমত সেই প্রশ্নটি যথাযথ উত্তর দিয়ে। সংক্ষিপ্ত উত্তর করবেন,করার পরে আপনারা লিংক দিবেন আপনার সাইটের, বলে দিলেন যে আরও বিস্তারিত  তথ্যের জন্য নিচের লিংকে ক্লিক করে ওয়েব সাইটটি ভিজিট করতে পারেন। তাহলে কিন্তু সেখান থেকে আপনারা হিউজ পরিমাণে ভিজিটর পেতে পারেন এবং আপনার ব্যাকলিংক খুবই কাজ করবে। বর্তমানে এটি একটি খুবই জনপ্রিয় মাধ্যম ব্যাকলিংক নেওয়ার জন্য!


তাছাড়া আমি আপনাদের কিছু ফ্রিতে ব্যাকলিংক পাওয়া যাবে এমন ওয়েবসাইটের লিংক যুক্ত TXT File দিচ্ছি আপনারা চাইলে ডাউনলোড করে কাজ করতে পারেন।


Backlink Website List 

Download TXT File

Next Post Previous Post

Featured Posts