কিভাবে ব্লগ সাইটে দ্রুত ট্রাফিক আনবেন | How to increase blog traffic 2022

 কিভাবে ব্লগ সাইটে দ্রুত ট্রাফিক আনবেন | আপনার সাইটে প্রতিদিন ১০ হাজার ভিজিটর আনুন।How to increase blog traffic 2022


কিভাবে ব্লগ সাইটে দ্রুত ট্রাফিক আনবেন | How to increase blog traffic 2022


দিনরাত কঠোর পরিশ্রম করে আপনি আপনার ব্লগ কে প্রতিষ্ঠিত করেছেন।

কিন্তু পরবর্তি চ্যালেন্জ্ঞ হলো ব্লগ সাইটের জন্য ট্রাফিক আনা।"কিভাবে আমার ব্লগ সাইটে ট্রাফিক বাড়াবো?"

কোনও সমস্যা নেই, আপনার পাশে বন্ধু হয়ে আমি আছি।

আজকের এই পাঁচটি পদক্ষেপ দেখে শুরু করলে আপনার ব্লগে ট্রাফিক আসতে শুরু করবে।


"ব্লগ সাইটে ভিজিটর আনার উপায় কি?"


1. কন্টেন্ট লিখতে কৌশলি হতে হবে। 

2. Keywords and search engine optimisation.

3. ভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট শেয়ার ও গুগল এনালাইটিক্স।

4. Optimize For Speed On Mobile phone .

5. অনান্য ব্লগারদের সাথে কমিনিউকেশন করা।


কিভাবে ব্লগ সাইটে দ্রুত ট্রাফিক আনবেন | How to increase blog traffic 2022


1. কন্টেন্ট লিখতে কৌশলি হতে হবে


আপনি যদি আপনার ব্লগের জন্য ট্রাফিক বৃদ্ধি করতে চান তবে আপনাকে প্রফেশনালদের মতন আর্টিকেল লিখতে হবে।সুন্দর করে, “better content” ট্রাফিক কে আকর্ষন করে এমন কিছু কৌশলগত কন্টেন্ট লিখতে হবে।

তা ছাড়াও, লিখতে নিজেকে কৌশলি হতে হবে।


সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এমন আর্টিকেল যা আপনার ব্লগের জন্য ট্রাফিক আসে এবং সেই কন্টেন্ট গুলো তাদের প্রয়োজনে আসে।

বর্তমান সময়ে ভিজিটর গুগলে নানা ক্যাটাগরির বিষয়ে সার্চ করে : 

  • Tips and tricks,
  • Android, 
  • Mobile, 
  • Review And Education E.T.C.

তাই সকল ক্যাটাগরিতে লিখলে ভালো মানের ট্রাফিক আপনার সাইটে আসবে। 


আপনার যদি ধারনার প্রয়োজন হয় তবে 

Quora ওয়েব সাইটে গিয়ে ধারনা নিতে পারেন। এখানে ভিন্ন ভিন্ন জন ভিন্ন ভিন্ন প্রশ্ন করেন।

আপনার রিলেটেট সম্পর্কিত প্রশ্ন উত্তর করে ট্রাফিক কে আপনার সাইটে নিয়ে আসতে পারেন। 


তাছাড়াও, এমন পোস্ট লিখুন যা চিরওজীবন সেই আর্টিকেল ট্রাফিকদের প্রয়োজনে পরে।


এমন আর্টিকেল লিখলেন যা কয়েক দিনের মধ্যে মানুষের চাহিদা কমে যাবে। 

এই ধরনের আর্টিকেল না লেখাই ভলো।


আপনি যদি ব্লগার হয়ে থাকেন তবে, ইমেইল সংগ্রহ করুন, আপনার বেস্ট আর্টিকেল গুলো সেই সংগ্রহকৃত ইমেইলে সেন্ট করুন। 

এতেও ট্রাফিক আসবে। 



2. Keywords And Search Engine Optimisation


আপনার ব্লগ সাইটে ভিজিটর অনেক সময় ধরে রাখতে চান তবে আপনাকে keyword seo রিচার্স করতে হবে। keyword seo রিচার্সসের মাধ্যমে আপনার আর্টিকেল কে আরো বেশি উন্নত পারফরম্যান্স প্রদান করতে পারেন। 


SEO "Search Engine Optimization"

হলো আপনার সাইটকে গুগলের সার্চ পেজে Blog Rank করাতে এর কোনও বিকল্প নেই।

ব্লগার হলে অবশ্যই এসইও জানতে ও শিখতে হবে। 

কারন,ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের তথ্য সংগ্রহ করতে উত্তর পেতে বিভিন্ন সাইটে ভিজিট করে।


"কিভাবে ব্লগ সাইটে দ্রুত ট্রাফিক আনবেন | আপনার সাইটে প্রতিদিন ১০ হাজার ভিজিটর আনুন।"


keyword seo সম্পর্কে জানতে বা কিভাবে তা আর্টিকেলে যুক্ত করতে হয় তা "Google AdWord" সাইটে গিয়ে রিচার্স করতে হবে।

সার্চ rangk যে কিওয়ার্ড গুলো সার্চ হয় সেই সব আর্টিকেলের উপর প্রচুর মানুষ সার্চ করে সেই সব আর্টিকেল নিয়ে পোস্ট করতে হবে।



3. ভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট শেয়ার ও গুগল এনালাইটিক্স



নতুন ব্লগ সাইটে সাধারণত কম ট্রাফিক আসে।তাই ইন্টারেস্টিং ভিজিটরদের আকৃষ্ট করে এমন পোস্ট করতে হবে।


"দ্রুত ব্লগ সাইটে ট্রাফিক বাড়ানোর উপায় কি?"


সেই পোস্ট বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করতে হবে যেমন,

  • ফেজবুক, 
  • টইটার,
  • পিন্টারেস্ট, 
  • পকেট ইত্যাদি। 


উক্ত সাইটগুলোতে মিলিয়ন মিলিয়ন মেম্বার রয়েছে।যদি কেউ আপনার পোস্ট কে তাদের প্রয়োজন বলে মনে করেন তা হলে আপনার সাইটে ভিজিট করতে পারে।


সেই জন সামাজিক মাধ্যমে পোস্ট শেয়ার করবেন। 


তাছাড়া, আপনি যদি অন্য সাইটের গাইস্ট পোস্ট করেন এবং সেই পোস্টে আপনার সাইটের লিংক দেন তবে  আপনার ব্লগে ভিজিটর আসতে পারে।


"Google Analytics" আপনাকে ব্যবহার করতে হবে। Google Analytics মাধ্যমে আপনার আর্টিকেল, ওয়েব সাইট, ট্রাফিক ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। 

কোন দেশ হতে ট্রাফিক আসতেছে, আপনার সাইটে কি সমস্যা হচ্ছে তা জানতে পারবেন Google Analytics মাধ্যমে। 


মনিটাইজেশন চালু হওয়ার পর এড এর উপর কেমন প্রভাব পরছে তাও জানতে পারবেন। Invalid click এর মাধ্যমে এডসেন্স নীতিমালা ভঙ্গ হয়। এতে মনিটাইজেশন বন্ধ হয়ে যায়। 

আপনি ইচ্ছে করলে কারা এই সমস্যা করতে সেই মোতাবেক action নিতে পারেন ও IP ব্লক করতে পারেন।


4. Optimize For Speed On Mobile


আপনার ব্লগ পেজ লোড হতে যদি বেশি সময় লাগে তবে ভিজিটরস ব্যাক বাটুনে ক্লিক করে অন্য সাইটে চলে যাবে।

তাই,আপনার সাইটকে দ্রুত লোড হওয়া অপ্টিমাইজড করতে হবে। 


"কিভাবে ব্লগ সাইটে দ্রুত ট্রাফিক আনবেন | আপনার সাইটে প্রতিদিন ১০ হাজার ভিজিটর আনুন।"


দ্রুত লোড হওয়া টেমপ্লেট গুলো ব্যবহার করতে পারেন।AMP site ব্যবহার করতে পারেন।


আপনি আপনার সাইটের লোড হওয়া চেক করতে পারেন 

Google’s Page Speed Insights tool

মাধ্যমে। সেই মতাবেক আপনার সাইটকে আরো বেশি দ্রুত লোড করাতে পারেন।


আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাহলে  WordPress plugins use করে মোবাইল ডিভাইসের জন্য আপনার পেজকে আরো বেশি অপটিমাইজেশন করতে পারেন। 


"কিভাবে আপনার ব্লগ পেজ কে দ্রুত লোড করাবেন?"


5. ব্লগারদের সাথে কমিনিউকেশন 


কমিনিউকেশনের মাধ্যমে একজনের সাথে অন্য জনের মিল হয়, ব্লগারদের সাথে ব্লগারের মিলের মাধ্যমে একে অপরের সমস্যা সমাধান হয়।


তাছারাও,বড় সাইটে গাইস্ট পোস্ট করে সেই সাইট হতে ভিজিটর আনা সম্ভব হয়।

তাছাড়া,ভিজিটরদের বলে ছোট সাইটে কন্টেন্ট পড়ার উৎসাহ প্রদান করা যায়।


 "কিভাবে ফ্রিতে ব্লগ সাইটে ট্রাফিক আনা যায়"

"blog" "increase traffic" "blog blogger" "boost traffic"

পরিশেষে বলা যায়, এই পাচটি পদক্ষেপ গ্রহন করলে আপনার সাইটে হু হু করে ট্রাফিক আসা শুরু করবে। আমি শুধু Beginer দের বোঝানোর চেষ্টা করেছি।


আশা করি কিছুটা হলেও বুঝাতে পেরেছি! 


Next Post Previous Post

Featured Posts