কি ভাবে ব্লগ পোস্ট গুগলের সার্চ পেজের প্রথমে আনবো । How to increase google ranking for free 2022
কি ভাবে ব্লগ পোস্ট গুগলের সার্চ পেজের প্রথমে আনবো । How To Rank Blog Post In Google First Page 2022
গুগলে ব্লগ পোস্ট র্যাঙ্ক করার উপায় কি?(How to check blog ranking)
আমরা যারা লেখা লেখি করি তাদের প্রত্যেকেরি আশা থাকে যেনও সাইটে পর্যাপ্ত ভিজিটরস থাকে।পোস্ট গুলোতে যেনও বেশি বেশি ভিউ পাওয়া যায়।
কারন, আপনি হাজার হাজার পোস্ট করেও যদি ভিজিটর না পান তবে সেই সাইটের মূল্য থাকেনা। ভিজিটরকে তাই ওয়েবসাইটের প্রান বলা হয়।
আরো পড়ুনঃ
1.How to increase blog traffic?
2.কিভাবে আপনার ব্লগ সাইট পেজ কে অপটিমাইজেশন করবেন?
যার ওয়েবসাইটে ভিজিটর বেশি থাকে তার পোস্ট গুলো গুগলে দ্রুত রাংঙ্ক করে এবং বেশি বেশি ইনকাম হয়।
"Google Ranking Factor"
আজকের আর্টিকেলে আমি আপনাদের কাছে শেয়ার করবো কি ভাবে আপনার পোস্ট কে গুগল সার্চ পেজের প্রথমে নিয়ে আসবেন কোনও SEO ছাড়া।
"On Page SEO In bangla 2022"
"How to optimize blog posts for seo"
প্রিয় ভিজিটরস, আপনার পোস্ট কে গুগল সার্চ পেজের প্রথমে আনতে হলে আপনাকে Advance SEO করতে হবে।
কিন্তু আমরা যারা নতুন ব্লগিং শুরু করেছি তারা তো আর Advance SEO কি? কি ভাবে Advance SEO করে?
জানি না।
কিন্তু একটু কষ্ট করলে গুগলে আমাদের পোস্ট ফাস্ট পেজে আনা সম্ভব।
"কি ভাবে ব্লগ পোস্ট গুগলের সার্চ পেজের প্রথমে আনবো?"
প্রথমে আমাদের যা করতে হবে তা হলো,গুগলের কাছে কিছু ভালো ভালো জনপ্রিয় ওয়েব সাইটে শেয়ার করতে হবে।
তার মধ্যে একটি হলো Quora.com।
Quora মূলত, প্রশ্ন ও উত্তর, জ্ঞান বিষয়ক পোস্ট করা একটি সাইট।
"how to use quora to drive traffic".
Quora ব্যবহারকারী ২০১০ সাল থেকে দ্রুত বর্ধনশীল হয়েছে। ২০১৭ সালের এপ্রিলের হিসাবে Quora দাবি করেছিল যে তাদের ১৯০ মিলিয়ন মাসিক ব্যবহারকারী বেড়েছে, যা এক বছর আগে পর্যন্ত ১০০ মিলিয়ন ছিল। Quora ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
দেখতেই পাচ্ছেন এটি দ্রুত বেড়ে উঠছে।
তাই,আমাদের মাধ্যম হচ্ছে Quora ওয়েবসাইট ।
আমাদের পোস্ট কে গুগল সার্চে প্রথম পেজে আনতে Quora সাইট দিয়ে কাজে লাগাতে হবে। এখানে, নানা প্রশ্নের উত্তর এবং আপনার সাইটের গুরুত্বপূর্ণ পোস্ট এই Quora সাইটে লিখে বা শেয়ার করে আপনার সাইটে ভিজিটর আনতে পারেন।
"How To Rank Blog Post In Google First Page 2022"
তাছাড়া আপনার পোস্ট কে গুগল সার্চের প্রথম পেজে আনতে Quora সাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মূল বিষয়ে ফিরে আসি.......
"how to rank blogger blog on google"
প্রমানসরূপ,গুগলে সার্চ করুন একটা সিম্পল বিষয় "How to Birth Certification" দেখবেন Quora পোস্ট করা এই পেজটি গুগলের প্রথম পেজে আসবে।
এখানে আমি "কিভাবে জন্ম নিবন্ধন সনদ যাচাই করবেন pdf সহ" এই আরটিকেল সম্পর্কে পোস্ট করেছিলাম Quora তে।
তাছাড়া, অনেক প্রশ্ন ও উত্তর করা হয়ে।
মানুষ ভালো রেসপন্স দেখাচ্ছে এর ফলে আমার সাইটের লিংটি দিয়েছি যার ফলে আমি ভালো Back link পাচ্ছি, আমার সাইটে।
"কিভাবে ব্লগ পোস্টের ভিজিটরস বাড়াবো?"
তাছাড়া,আপনার সাইটটি কোন বিষয়ে ধরুন,আমার সাইটটি টেক সম্পর্কে।
আমি যদি Quora তে টেক সম্পর্কে প্রশ্ন খুজে তাদের উত্তর দিয়ে থাকি এবং সেখানে ইন্টারনাল লিংক হিসেবে আমার সাইটের লিংক যুক্ত করি তাহলে, আমি আমার সাইটে প্রতিদিন ১০০০ প্লাস ভিজিটরস পেতে পারি।
মনে রাখবেন আপনি যত প্রশ্নের উত্তর দিবেন সেই উত্তর গুলো আপনার সাইটের পোস্ট করা কন্টেন্ট থেকে দিবেন এবং সাইটের লিংক দিবেন,,,,, মনে রাখবেন গুগলে যদি আপনার উত্তর দেওয়া প্রশ্নটি রাংঙ্ক করে তাহলে আপনার সাইটও রাংঙ্ক করবে এবং আপনি অনেক ট্রাফিক পাবেন।
তো আসুন দেখে নেই "কি ভাবে Quora তে একাউন্ট খোলা যায়? "
"quora account create"
- 1.গুগলে সার্চ করুন quora.com
- 2."quora account create" একটি পেজ আসবে
- 3.আপনার Google account দিয়ে অথবা Facebook account মাধ্যমে account তৈরি করতে পারবেন।
- 4.আপনার কি কি ক্যাটাগরি পছন্দ সেগুলো সিলেক্ট করুন।
- 5.পরবর্তী ধাপ অনুসরণ করলে আপনার একাউন্ট খুলে জাবে।
মেইন পেজের ডান সাইটে আপনার প্রোফাইল রয়েছে সেখানে আপনার প্রোফাইলে Edite করে কাস্টমাইজ করতে পারবেন।
মেইন পেজের উপরে,দেখতে পারবেন
প্রশ্ন জিজ্ঞাসা, পোস্ট শেয়ারের অপশন।
এখান থেকেই আপনি আপনার প্রশ্ন ও পোস্ট লিখতে পারবেন।
চেষ্টা করবেন আর্টিকেল যেনও বড় হয়, প্রশ্নের উত্তর গুলোও এমন হওয়া উচিত।
কন্টেন্ট বেশি হলে গুগল র্য্যাংঙ্ক করে করে তারা তারি।
"How to increase google ranking for free"
আশা করি বুঝতে পেরেছেন। একটু সময় দিয়ে কোরাতে কাজ করলে আমার মতন রাংঙ্কে আসতে পারবেন।
Tag:
marketing sem
keyword seo
seo sem
search engine marketing
কোনও সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো।