How to work google index| webmaster search console index problem solve
How to work google index| webmaster search console index না হওয়ার কারন ও সমাধান কি?
ব্লগারের স্বপ্ন তার সাইটটি যেনও গুগল সার্চ ইঞ্জিনের প্রথম পেজে থাকে। পোস্ট গুলো যেনও গুগলে হাই রাঙ্কিংয়ে থাকে।
এ স্বপ্ন বাস্তবায়নে কত না চেষ্টা কত না পরিশ্রম করতে হয়।
এর কারন, গুগলের সার্চ ইঞ্জিন "search engine optimisation" থেকে প্রায় ৯৩% অর্গানিক ট্রাফিক আসে ব্লগ সাইটে। যার ফলে ইনকাম বেশি হয়।
তাহলে কথা হলো এখন এই ৯৩% "ট্রাফিক আপনার সাইটে কি ভাবে আনবেন?"
সেই ক্ষেত্রে আপনাকে গুগল কে জানাতে হবে যে, আপনার একটি সাইট রয়েছে।
আর একে বলে "গুগল ইনডেক্সিং"।
আপনি আপনার সাইটে হাজার হাজার পোস্ট লিখলেন কিন্তু গুগল সার্চ কনসোলে আপনার সাইটের কোনও তথ্য নেই, আপনার সাইট, পোস্ট ইনডেক্স নেই তাহলে আপনার "ব্লগ সাইট কে কিভাবে র্যাংক করাবেন?"
"blog blogger,boost traffic"
তাই গুগল ইনডেক্স করা আপনার সাইটের জন্য গুরুত্বপূর্ণ।
আরো বলে রাখি,প্রত্যেকটি সাইট গুগলে হাই রাঙ্কিংয়ে ধরে রাখতে পারে না। ইউজারের সার্চ এবং ব্যবহারের ভিত্তিতে গুগল এলগরিদম নির্দিষ্ট কিওয়ার্ড এর সার্চে আপনার সাইটকে র্যাংঙ্কিয়ে প্রদর্শন করায়।
আজকে আপনাদের মাঝে শেয়ার করবো,
How to work google index| webmaster search console index না হওয়ার কারন ও সমাধান কি?
১.গুগল ইনডেক্স কি?
২.গুগল ইনডেক্স কিভাবে কাজ করে?
৩.গুগলে পোস্ট ইনডেক্স না হওয়ার কারন ও সমাধান কি?
বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো
ইনশাআল্লাহ।
প্রথমে আসি,
১.গুগল ইনডেক্স কি? (What is Google indexing? )
গুগলের সার্চ ইনডেক্সিং মূলত বানানো হয়েছে, গুগলে সাবমিটকৃত blog Website গুলোকে যাতে ইউজাররা বা ট্রাফিকগন কিছু নির্দিষ্ট কিওয়ার্ড এর সার্চের মাধ্যমে সেই blog Website কে খুজে পায়। গুগলে সার্চ করেনা এমন ব্যক্তি বর্তমানে খুবই কম,যে কোনও তথ্য সংগ্রহ করতে গুগলে সার্চ করে সবাই।গুগলে সাবমিট করা বা ইনডেক্স করা সাইটগুলো কে ব্যবহারকারির সার্চের উপর ভিত্তি করে প্রদর্শন করা হয়।
গুগল বর্তমানে তার তথ্য ভান্ডার সমৃদ্ধশালী করতে প্রতিনিয়ত নতুন নতুন সাইটকে ক্রুল করে। আর এটিই হলো "গুগল ইনডেক্সিং।"
য়েবসাইট কে ক্রুল করতে গুগল যে বট ব্যবহার করে তাকে "Web Spaider" বলে।
২.কিভাবে গুগল ইনডেক্স কাজ করে? work google index
গুগলের সার্চ পেজে কোনও সাইটকে আসতে হলে পর্যায়ক্রমে তিনটি ধাপ পারি দিতে হয়। যেমন,
- ক্রুলিং
- ইনডেক্সিং
- রাংঙ্কিং
নিচে বিস্তারিত আলোচনা করা হলো,
◾ক্রুলিংঃ
গুগল আপনার সাইটকে ক্রুল করে প্রথমে এবং তা বিভিন্ন উপায়ে ডিসকভার করে থাকে।আপনার দেওয়া Sitmap দিয়েও গুগল ক্রুল করে।
আপনার ওয়েবসাইটে কি আছে গুগল তা জানতে পুরো সাইটকে ক্রুলার স্ক্যান করে যেমন,
- ওয়েবসাইটে থাকা টেক্সট পড়ে
- লেআউট চেকিং করে
- ইমেজ বা ভিডিও এর মাধ্যমে
◾ইনডেক্সিং
গুগল যখন আপনার সাইটকে ক্রুল করে তার পরের ধাপ হলো ইনডেক্সিং আপনার সাইট পোস্ট কে ইনডেক্স করে গুগলের সার্চ পেজে রাংকিং করায়।
তবে এটি একটি ক্রিটিকাল সিস্টেম কারন,আপনার সাইট গুগলের সঠিক নিয়ম না মেনে চললে আপনার সাইট বা পোস্ট রাংকিং করবে না।
◾র্যাংকিং
সর্বশেষ চূড়ান্ত ধাপটি হলো র্যাংকিং। আপনার সাইটটি কিওয়ার্ড অনুযায়ী গুগলের সার্চ ইঞ্জিন পেজে প্রদর্শিত হবে।
যখন কোন ইউজার আপনার কিওয়ার্ড রিলেটেড সার্চ করবে তখন আপনার সাইটটি দেখানো হবে এবং আপনি অর্গানিক ট্রাফিক পাবেন।
৩.গুগলে পোস্ট ইনডেক্স (webmaster search console index) না হওয়ার কারন ও সমাধান কি?
গুগলে পোস্ট ইনডেক্স না হওয়ার কারন গুলো হলো,
- Robot.txt ফাইল যুক্ত না করা।
- Custom robots header tag,
- Archiv and search page tage,
- Post and page tags,
- Site map,
- নিম্ন মানের কন্টেন্ট।
- গুগল ট্রান্সলেট দ্বারা পোস্ট তৈরী।
- উইকিপিডিয়া থেকে কপি পোস্ট করা।
- কপিকৃত পোস্ট এডিট করে পোস্ট করা।
- কিওয়ার্ড ডেনসিটি ঠিক না করা ইত্যাদি।
উক্ত সেটিং গুলো না করার কারনে গুগল পোস্ট ইনডেক্স হচ্ছে না।
How to work google index| webmaster search console index না হওয়ার কারন ও সমাধান কি?
কাজঃ১
Robot.txt ফাইলটি আপনার Robot.txt বক্সে বসি দিবেন।
উপরের ছবিটিতে কোড গুলো রয়েছে।
কাজঃ২
Custom robots header tag এটির ঠিক মার্কটি অপেন করে দিবেন।
▪️ Home page tags গিয়ে সিলেক্ট করুন
— All & noodp
▪ ️Archiv and search page tag
—noindex & noodp
▪️ post and page tags
— All & noodp
কাজঃ ৩
Google search console আপনার সাইটের sitemap.xml প্রদান করুন।
আর ভালো ভাবে ইনডেক্স করতে হলে,
১.আপনার পোস্টে ইন্টারনাল লিংক যুক্ত করতে হবে।
২.কপিরাইট কন্টেন্ট বাদ দিতে হবে। কারন, গুগল কপিরাইট কন্টেন্ট ইনডেক্স বা র্যাংকিং করতে চায় না।
আপনি যদি গুগলে সার্চ করেন এমন ভাবে যেমন,
"Allintittle:আপনার টাইটেল বা বিষয় " সার্চ করুন দেখুন যদি ১৫০ জন হয় তবে সেই বিষয় নিয়ে লেখালেখি বাদ দেন।
৩.পোস্ট করা হলে আপনার রিলেটেড social media তে শেয়ার করুন।
আশা করি বুঝতে পেরেছেন।
এই মাধ্যম ব্যবহার করলেই আপনার সাইট এবং পোস্ট ইনডেক্স হবে।
How to work google index| webmaster search console index না হওয়ার কারন ও সমাধান কি?
আপনার বুঝতে যদি কোনও সমস্যা হয় তবে কমেন্ট করে জানাতে পারেন।