Google Play Stor থেকে যে সব অ্যাপস হারিয়ে যাচ্ছে 11 মে। Call Recording App Banned On Google Play Stor.

 Google Play Stor থেকে যে সব অ্যাপস হারিয়ে যাচ্ছে 11 মে। Call Recording App Banned On Google Play Stor. 

Google to ban third party call recording app.

Larry Page and Sergey Brin পিএইচডি করার সময় (স্টার্ন ফর্ট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া) তারা দুজন মিলে 1998 সালে গুগল প্রতিষ্ঠা করে।এবং 2015 সালের 11 মার্চ গুগল প্লে স্টোর অনলাইনে চালু হয়।


গুগল এমন একটি শক্তিশালী সার্চ ইঞ্জিন যা প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের প্রয়োজনীয় তথ্য সার্চ করে থাকে।

তাছাড়া,গুগল প্লে স্টোরে যে কোনও সফটওয়্যার, গেম,বুক,সংগীত,টিভি,চলচ্চিত্র  ইত্যাদি সংগ্রহ বা সরবরাহ করে থাকে।



গুগল আর গুগল প্লে স্টোর এই দুইটি সাইটের সঙ্গে পরিচয় নেই এমন লোক খুজে পাওয়া অসম্ভব। ব্যবসায় সফল,প্রচুর জনপ্রিয়তায় গুগল প্লে স্টোরের সাথে যুক্ত হয় অন্য সব নেটভিত্তিক সাইট গুলো।


Google to ban third party call recording app.


আর এই ক্ষমতা কাজে লাগিয়ে সম্প্রতি 

নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে কিছু এপ্সের উপর।


গুগল প্লে স্টোরে যে কোনও সফটওয়্যার, গেম,বুক ইত্যাদি থেকে ইউজাররা নানা এপ্স, গেম ইন্সটল করে থাকে।

 


কিন্তুু গুগল ডেভেলপার প্রোগ্রাম পলিসির নতুন আপডেট এসেছে।সেই আপডেটে গুগুল প্লে স্টোরে কিছু কিছু এপ্স আর দেখা যাবে না। 

সেই আপডেটে কল রেকর্ডিং ফিচারের পরিবর্তন করে বন্ধ করা হচ্ছে।


Google to ban call recording app form Google Play Store.


গুগল এক বিবৃতিতে জানিয়েছে,

কল রেকর্ড করা যায় এমন সব এপ্সের উপর নিষেধাজ্ঞা জারি করছে তারা। 11 মে ঔসব এপ্স সরাতে কাজ করবে গুগল।

এমন সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়ার কি উদ্দেশ্য জানতে চাইলে সংস্থার মুখপাত্র বলেন,3rd পার্টি অ্যাপসের ব্যবসা বন্ধ করতে এই আইন জারি করা হয়।

Google to ban third party call recording app.



ফ্রিতে ব্যবহার করা যায় ট্রু কলার। আর এই অ্যাপস ইউজারদের  কাছে জনপ্রিয়তা লাভ করেছে।ট্রুকলার অ্যাপসটিতে ছিলো কল রেকর্ড করার সুবিধা তাছাড়া,এই অ্যাপসের মাধ্যমে জানা যায় কল আসার আগে কোন অপরিচিত নাম্বার হতে ফোন আসছে।

নতুন আপডেট আসার ফলে এই অ্যাপসটি ও বন্ধ হতে চলেছে।


গুগল কল রেকর্ড করার সুবিধা কোনও অ্যাপসকে দিবেনা। কারন, গুগলের কাছে অনুমতি নেওয়া দরকার যার কারনে, ট্রু কলার অ্যাপসে এই ফিচারের অবসান হচ্ছে। 


তবে যাদের মোবাইলে কল রেকর্ড করার ফিচার রয়েছে তাদের কোনও সমস্যা হবে না বলেছে গুগল।

Next Post Previous Post

Featured Posts