নতুন ব্লগারদের জন্য ২৫টি ফ্রি প্রিমিয়াম ব্লগিং টুলস।Free Blogging Tools For Beginners

নতুন ব্লগারদের জন্য ২৫টি গুরুত্বপূর্ণ ব্লগিং টুলস।Free Blogging Tools For Beginners

নতুন অবস্থায় একজন ব্লগারদের সাইট ডোমেইন অথোরিটি কারনে পিছিয়ে থাকতে হয়।নতুন অবস্থায় ব্লগাররা তারা ব্লগিং টুলস সম্পর্কে ধারনা থাকেনা।যার কারনে, ব্লগ আর্টিকেল এবং গুগল র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকতে হয়।

নতুন অবস্থায় ব্লগগারদের একমাত্র ভরসা গুগল সার্চ র‍্যাংকিয়ের মাধ্যমে সাইটে ট্রাফিক আনা।নতুন অবস্থায় আরতো সোশ্যাল এনগেজমেন্ট বা ইমেইল সাবস্ক্রাইব লিস্ট থাকে না যে সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আসবে।

তাই ব্লগাররা আর্টিকেল লিখে তা পাবলিশ করার পূর্বে আর্টিকেল র‍্যাংক করানো এবং পাঠকদের পড়ার উপযোগী করার জন্য টুলস ব্যবহার করে থাকে।

কিন্তু নতুন অবস্থায় এই টুলস সম্পর্কে ধারনা থাকেনা ব্লগারদের। 

নতুন ব্লগারদের জন্য ২৫টি গুরুত্বপূর্ণ ব্লগিং টুলস।Free Blogging Tools For Beginners


নতুন ব্লগারদের জন্য ২৫টি গুরুত্বপূর্ণ ব্লগিং টুলস।

ব্লগ থেকে টাকা ইনকাম কামানো যতটাই সহজ তার থেকে কঠিন হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে ঠিকে থাকা।আর ব্লগিং করে টিকে থাকতে তৈরি হয়েছে ব্লগ টুলস এবং ওয়েবসাইট। 

যে ব্লগারের কাছে সঠিক ওয়েব সাইট এবং ব্লগিং টুলস সম্পর্কে ভালো ধারনা আছে তাদের হাতেই কিন্তু সফলতা ধরা দিচ্ছে।

নতুন ব্লগারদের জন্য প্রয়োজনীয় ও সেরা ব্লগিং টুলস(free blogging tools for beginners)। ব্লগারদের জন্য প্রয়োজনীয় ও দরকারী ব্লগিং টুলসগুলো আয়ত্ত মাধ্যমে আপনার ব্লগিং ক্যারিয়ার সফলতাসহ পাঠকদের সুন্দর অভিজ্ঞতা প্রদান করবে। প্রফেশনাল, পারসোনাল কিংবা পার্ট টাইম যে ধরনের ক্যাটাগরি ব্লগ সাইট হোক আজকের এই আর্টিকেল মধ্যে সেরা ২৫ টি ব্লগিং টুলস সম্পর্কে আলোচনা আপনার কাজে আসবে।

নতুন ব্লগারদের জন্য ২৫টি গুরুত্বপূর্ণ ব্লগিং টুলস।

আমরা এই ব্লগ সাইটের টুলস গুলো সুন্দর ভাবে সাজিয়ে আলোচনা করেছি।

আপনি নতুন ব্লগার হোন বা পুরনো এই ২৫টি টুলস আপনার কাজে আসবে। 

আপনি নোট করে রাখতে পারেন।

বিশেষ দ্রষ্টব্যঃ

আজকের নতুন ব্লগারদের জন্য ২৫টি গুরুত্বপূর্ণ ব্লগিং টুলস (Free Blogging Tools For Beginners) এর মধ্যে প্রিমিয়াম টুলস ও রয়েছে।

নতুন ব্লগারদের জন্য ২৫টি গুরুত্বপূর্ণ ব্লগিং টুলস সম্পর্কে বিস্তারিতঃ

▪ ️কন্টেন্ট আইডিয়া জেনারেটর টুলস

Google Trends — Google Trends এটি একটি ফ্রী টুলস। যার মাধ্যমে আপনি খুজে পেতে পারেন বর্তমান সময়ে সর্বচ্চ সার্চকৃত টপিক। তাছাড়া,ট্রেন্ডিং টপিক,কি ওয়ার্ড এবং কোন টপিকের উপরে বেশি পরিমাণ সার্চ হচ্ছে তা ফ্রিতেই Google Trends মাধ্যমে জানতে পারবেন।

Quora — আপনার কি ওয়ার্ড টি সার্চ বক্সে সার্চ করুন। আপনার কিওয়ার্ড টি বা কে কোন বিষয়ে বেশি প্রশ্ন করছে, তার উত্তর কেমন হচ্ছে, সেই প্রশ্নের ভিউ কত তা বুঝতে পারবেন Quora মাধ্যমে। 

Blog Topic Generator — Hupspot ওয়েবসাইট সবচেয়ে জনপ্রিয়। এটির ফ্রী টুলস মাধ্যমে আপনি আপনার কি ওয়ার্ড টি লিখে সার্চ করলেই পেয়ে জাবেন ২৫০ টি টপিক আইডিয়া।

BuzzSumo — কোন সাইটের কি রকম জনপ্রিয় আর্টিকেল রয়েছে তা BuzzSumo আপনাকে জানাতে সাহায্য করবে।কোন আর্টিকেল অনেক বেশি ভিউ বা ক্লিক পরছে তা এই টুলস এর মাধ্যমে জানতে পারবেন। 

▪ ️ব্লগ পোস্ট টাইটেল টুইল 

EMV Tools — আপনার আর্টিকেলের টাইটেল যতবেশি এট্রাক্টিভ হবে গুগল, সোশ্যাল মিডিয়া এবং অনান্য সার্চ ইঞ্জিন থেকে ততবেশি ভিজিটর বা ট্রাফিক আসবে। আপনার আর্টিকেলের টাইটেল কতটা এট্রাক্টিভ তার ওয়ার্ল্ড ভ্যালু জানতে EMV Tools ব্যবহার করে জানতে পারেন।আপনার ওয়ার্ল্ড ভ্যালুর স্কোর যতবেশি হবে আপনার টাইটেল ততবেশি এট্রাক্টিভ হবে।

Headline Analyzer — অভিজ্ঞ ব্লগাররা সব সময় এই জনপ্রিয় Headline Analyzer টুলস ব্যবহার করে থাকে।তাই নতুন ব্লগাররা তাদের আর্টিকেলের টাইটেল কতটা এট্রাক্টিভ স্ট্রোং, স্কোর কত তা Headline Analyzer ব্যবহারের মাধ্যমে জানা যায়। এটি ও একটি ফ্রী টুলস। 

Counting Characters — এটি একটি ফ্রী টুলস যার মাধ্যমে আর্টিকেলের টাইটেল, মেটাডিস্কিপসব লেন্থ ঠিকঠাক আছে কি না তা অনায়াসে জানতে পারবেন। 

▪ ️প্রুফ রিডিং টুলস 

Grammarly.com — যারা ইংরেজিতে লেখালেখি করেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে গ্রামারলি।আপনি একজন নেটিভ আমেরিকানদের মতন কথা না বলতে পরলেও আপনার আর্টিকেল বা বক্তব্য নিখুত গ্রামার ঠিক রাখতে বা সমাধান করতে Grammarly এই টুলস টি খুবই কার্যকর।

ProWriting Aid — অনান্য ডিভাইস মধ্যে ইংরেজি গ্রামার ও স্পেলিং Error চেক করার জন্য ProWriting Aid প্রিমিয়াম টুলস টি খুবই গুরুত্বপূর্ণ। 

Hemingway App — আপনার সাইটের ইংরেজি আর্টিকেলের মান আরো উন্নয়ন করতে Hemingway টুলস ব্যবহার করতে পারেন।

▪️ কপিরাইট ফ্রী পিকচার ও ভিডিও

(Copyright free image sites)

Pixabay — আপনার আর্টিকেলের সঙ্গে প্রয়োজন হতে পারে ছবি কিংবা ভিডিও। 

আপনি এই সাইটে পেয়ে জাবেন কপিরাইট ফ্রী পিকচার ও ভিডিও। 

Pexels — জনপ্রিয় ফ্রী পিকচার ও ভিডিও পেতে হলে Pexels হলো সেরা সাইট। কারন, এতে কোনও ক্রেডিট দিতে হয়না। তাছাড়া,ভিডিও আপনি আপনার মতন করে রিসাইজ করতে পারবেন

Freepik — আপনি এই সাইট থেকেও ইমেজ নিতে পারবেন। এই সাইটের ইমেজ গুলো হাইকোয়ালিটির প্রায় ১০ মেগাবাইট।তবে,কিছু ইমেজ নিতে হলে আপনাকে ক্রেডিট দিতে হতে পারে। 

▪️ ট্রাফিক পরিসংখ্যান বিষয়ক ব্লগিং টুলস 

Google Analytic — এই টুলস সরাসরি আপনার সাইট ও গুগল থেকে তথ্য সংগ্রহ করে থাকে।তাছাড়া আপনি আপনার সাইটের ভিজিটর সম্পর্কে সম্পূর্ণ ফ্রিতে মনিটর করতে পারবেন। আপনার সাইটের লাইভ ট্রাফিক দেখতে পারবেন।

তাছাড়া, Invalid ক্লিক, ভুল ট্রাফিকদের কে পদক্ষেপ নিতে পারেন। 

Jetpack — এই প্লাগইনটি আপনার সাইটের ড্যাসবোর্ডের, ট্রাফিক সম্পর্কে বিস্তারিত জানাবে।

▪️ কিওয়ার্ড রিসার্চ টুলস

SEMRUSH — যারা ইংরেজি আর্টিকেল নিয়ে ব্লগিং করেন তাদের জন্য সবচেয়ে বিশ্বস্ত কিওয়ার্ড রিসার্চ টুলস হচ্ছে SEMRUSH। SEMRUSH কিওয়ার্ড রিসার্চের মধ্যে প্রতিদ্বন্দ্বী দ্বিতীয়টি আর কেউ নাই। হাই সার্চ ভলিউম কিওয়ার্ড রিসার্চ টুলস সম্পর্কে ধারনা দিতে SEMRUSH খুবই গুরুত্বপূর্ণ। 

Ahref — ব্লগারদের জন্য কিওয়ার্ড রিসার্চ টুলস SEMRUSH একটি খুবই জনপ্রিয় কিন্তু SEMRUSH এর পরে আর যদি Keyword Research Tools থেকে থাকে তবে সেটি হচ্চে Ahref tool। বিশেষ করে বাংলা কিওয়ার্ড রিসার্চ টুলস এর ক্ষেত্রে Ahref খুবই গুরুত্বপূর্ণ।

নতুন ব্লগারদের জন্য ২৫টি গুরুত্বপূর্ণ ব্লগিং টুলস সম্পর্কে ধারনা আপনার কেমন লেগেছে?

Google Keyword Planner — গুগল কিওয়ার্ড প্লানার হচ্ছে গুগলের ফ্রী একটি টুলস। যার মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এটিও একটি জনপ্রিয় কিওয়ার্ড টুলস।

▪️ এসইও অডিট টুলস

Google Search Concole — গুগল ব্লগারদের জন্য ফ্রী করে দিয়েছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনি আপনার সাইটের গুগল সার্চ ক্লিক,পোস্ট ইনডেক্সিং,গুগল পজিশন,ইমপ্রেশনস ও ব্যাকলিংক দেখতে পারবেন।

Bing WebMaster Tools — গুগল সার্চ কনসোলের মতই বিং ওয়েবমাস্টার এটিও ব্লগ সাইটের জন্য সকল সার্চ, ক্লিক ইত্যাদি মনিটরিং ও ভিজিটর আনবে।

Alexa — অ্যামাজনের এই সাইটের অডিট টুলসটি আপনার সাইটের সকল তথ্য দেবার পাশাপাশি অনান্য প্রতিযোগিতা প্রবন সাইটকেও দেখাবে।

ScreamingFrog — সার্চ ইঞ্জিন আপনার সাইটকে কেমন ভাবে মনিটরিং করছে সেই সম্পর্কে জানতে হলে আপনাকে ডেক্সটপ ভার্সনের টুলস ব্যবহার করতে হবে।

শেষ কথা 

নতুন ব্লগারদের জন্য ২৫টি গুরুত্বপূর্ণ ব্লগিং টুলস (Free Blogging Tools For Beginners) সম্পর্কে আপনাদের জানালাম।আপনাদের সাহায্য ছাড়া আজকের আর্টিকেলটি সফলতা পাবে না যদি না শেয়ার করেন। তাই আপনার কাছে কোনও টুলস বা মতামত থাকলে অবশ্যই

কমেন্ট করে জানাবেন।

Next Post Previous Post

Featured Posts