কেনও এতো জনপ্রিয় I Phone? Why iPhone has maximum security and Why is the iPhone so popular?
বিশ্ব জুরে মুঠোফোনের দুনিয়ায় রাজ্যত্ব করছে টেক জায়ান্টের Appler I Phone।নতুন প্রযুক্তির অপেক্ষায় থাকে পৃথিবীর কোটিকোটি প্রযুক্তি প্রেমিক। প্রতিবছর কয়েকটি সংস্করণ মাধ্যমে মুঠোফোন বাজারে আনলেও ফুরিয়ে যায় অল্প সময়েই,শেষ হয়ে যায় স্টক।নতুন ডিজাইনের ফোন হাতে পেতে এপল স্টোরের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। এমনকি এই নতুন মডেলের ফোন হাতে পেতে ভোর হতে Appler Store মানুষের ভ
কেনও এতো জনপ্রিয় I Phone? |
প্রশ্ন হলো কেনও এতো জনপ্রিয় I Phone?
Why iPhone has maximum security and Why is the iPhone so popular?
দামের সাথে বিস্তৃত ফারাক থাকলেও I Phone কিনতে সবাই মরিয়া।
আজকের পোস্টে বিস্তারিত জানাবো যে, কেনও এতো জনপ্রিয় I Phone?
আইফোন জনপ্রিয় হওয়ার কারন জানতে আমরা অনুসন্ধান করে যা পেয়েছি তাহলোঃ
- আইফোনের নজর কারা নকশা।
- সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
- নিজস্ব হার্ডওয়্যার ও সফটওয়্যার।
- অপারেটিং সিস্টেমে নতুনত্ব।
- অ্যাপল ইকোসিস্টেম।
আইফোনের নজর কারা নকশাঃ
অনান্য নকশা এবং অভিনবত্বের বৈশিষ্ট্যের কারনে যে কোনও মুঠোফোন থেকে সহজেই চেনা যায় কোনটি আইফোন।নজরকারা চাকচিক্য তো রয়েছেই,সেই সঙ্গে একটি মাত্র বাটন দিয়েই ফোনের মেইন মেনুতে প্রবেশ করা যায়।আর ততটাও ঝামেলা নেই।অন্য সকল Android ফোন গুলোতে একাধিক বাটন থাকে।যার কারনে, অনেকের কাছে ঝামেলার মনে হয়। তাছাড়া আই-ফোনের গ্রাফিক্স ডিজাইন আর সিস্টেম গুলো এমন ভাবে তৈরি করা যা অনান্য Android smartphone থেকে আলাদা।
আই ফোন ব্যবহার করতে শুরু করলে, ফোনের ভিতরে,উপরের সাইটে বা ফোন ব্যবহার করতে ধরলে বুঝবেন নকশার ডিজাইন উপরে জর দিয়েছে প্রতিষ্ঠানটি।
যার কারনে কোটি কোটি প্রযুক্তি প্রেমিকের মন কেরে নিয়েছে I Pahone।
তাছাড়া আইফোনের সফটওয়্যার পলিস্ট ও স্মুত অভিজ্ঞতা দেয়। যার কারণে সাধারণ মানুষের কাছে Appler গুরুত্ব টা বেশি। যার কারনে জনপ্রিয় I Phone।
সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাঃ
ডিজিটাল এই যুগে ব্যক্তিগত তথ্য সহজে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়। তবে আইফোনের এ তথ্য হাতিয়ে নেওয়া এত সহজ নয়। বরাবরই আইফোন প্রোডাক্টগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আসছে অ্যাপল। iphone এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় এজন্য হ্যাকার সহজে iphone এর তথ্য হ্যাক করতে পারেনা। আইফোন হ্যাক করা আইফোনের ডাটা অনুমতি ছাড়া বের করা আপাতত দৃষ্টিতে একবারে অসম্ভব।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI) মত সুদক্ষ একটি সংস্থা কয়েক বছর আগে এক সন্দেহভাজনের আইফোনের লক খোলার চেষ্টা করে কিন্তু তারা এতে ব্যর্থ হয় শেষ পর্যন্ত এই লক খুলতে অ্যাপেলের কাছে দারসত্ব হতে হয় FBI কে।
কিন্তু অ্যাপল কর্তৃপক্ষ সেই ফোনের লক খুলে দেয়নি। কারন,অ্যাপল ব্যাক্তিগত তথ্যের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকে।ব্যবহারকারীর ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণে আইফোন এত জনপ্রিয়। আর মুঠোফোনের মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা দেয় অ্যাপলের IOS।
অন্যদিকে অ্যান্ড্রয়েড অ্যাপে থার্ড পার্টির অ্যাপস সহজে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অ্যাপলে ক্ষেত্রে সেটি নেই।
শুধুমাত্র অ্যাপেল স্টোর থেকেই আইফোন apps ব্যবহার বা ডাউনলোড করতে পারে। সেজন্য অ্যাপলে মেলওয়ার বা ভাইরাস ঢুকতে পারে না।
তাছাড়া আইফোন হারিয়ে গেলে "ফাইন্ড মাই ডিভাইস" অ্যাপ ব্যবহার করে হারানো ফোন খুঁজে পাওয়া যায়।
নিজস্ব হার্ডওয়ারও সফটওয়্যারঃ
অন্য ফোন যেখানে তৃতীয় পক্ষের হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করে সেখানে অ্যাপল কোম্পানি নিজেরাই হার্ডওয়ার ও সফটওয়্যার প্রসেসর,র্যাম, বডি, ক্যামেরা সব কিছুই অ্যাপলের নিজস্ব।
তাই ব্যবহারের দিক দিয়ে গুণগতমান অক্ষুন্ন রাখতে অ্যাপল কর্তৃপক্ষ ছাড় দিতে রাজি নয়।
অপারেটিং সিস্টেমে নতুনত্ব ও চমকঃ
একটি আইফোন বা স্মার্টফোনে কথা বলা থেকে শুরু করে আধুনিক দুনিয়ার সব কাজেই iphone জনপ্রিয়তা কারণ হচ্ছে অপারেটিং সিস্টেমের নতুনত্ব সংযোজন।
অ্যাপল ইকোসিস্টেমঃ
অ্যাপল ইকো সিস্টেম হল অ্যাপলের একাধিক পর্ন মুঠোফোনে একসঙ্গে ব্যবহার করা যায় এরকম পরিবেশ।
যেমন, ম্যাকবুকের মাধ্যমে অ্যাপলের একসঙ্গে দুইটি ফোনে ফাইল আদান-প্রদান শেয়ার করা যায়।
বিক্রয়োত্বর সেবাঃ
অ্যাপলের কেনা ডিভাইস বছরের পর বছর হয়ে গেলেও অ্যাপল সার্ভিসিং সেন্টার থেকে খুব সহজেই বিক্রেতারসেবা পাওয়া যায়।
তাই দীর্ঘদিন ব্যবহারের পরেও সমস্যা দেখা দিলেও তা সার্ভিসিং সেন্টারে সেবা পাওয়া যায়।
আইফোনের দাম এত কেন?
প্রথমত যে অপারেটিং সিস্টেমে iphone বানানো তাতাদের নিজস্ব। যার কারণে একটু খরচ বেশি হওয়ায় এত দাম। OS ব্যবহার ও নিজস্ব সফটওয়্যার তৈরিতে বেশি খরচ পড়ে।